Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের শুরুতেই ‘এল ক্লাসিকো’


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৭

নানান আলোচনা-সমালোচনা, অনিশ্চয়তা, জলঘোলা শেষে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর মধ্যে সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট আইপিএল। কয়েক ঘণ্টা পর শুরু হবে ১৩তম আইপিএলের প্রথম ম্যাচটি। নির্দিষ্ট করে বললে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও আগের বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

পরিসংখ্যান বলছে আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল এই দুই দল। এখন পর্যন্ত মুম্বাই আইপিএল শিরোপা জিতেছে চারবার, সব দলের মধ্যে যা সর্বোচ্চ। চেন্নাই শিরোপা জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার। দলীয় শক্তির বিচারেও দুই দল ‘উনিষ-বিশ’। ফলে উদ্বোধনী ম্যাচটা হয়তো বেশ রোমাঞ্চই ছড়াবে।

বিজ্ঞাপন

ম্যাচের আগে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা বললেন, ‘এটা আইপিএলের এল ক্লাসিকো’। ক্লাব ফুটবলের রোমাঞ্চকর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াইকে ‘এল ক্লাসিকো’ বলা হয়। চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ের উত্তেজনা বুঝাতেই সেই শব্দটাই টেনে আনলেন মুম্বাই অধিনায়ক।

করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হরভজন সিং ও সুরেশ রায়না। তবুও শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, আম্বাতি রাইডুদের নিয়ে বেশ শক্ত প্রতিপক্ষ চেন্নাই। সবচেয়ে বেশি নজর থাকবে দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে ধোনি। এতোদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ভারতের সফলতম অধিনায়ক কেমন করতে পারেন সেটাই দেখার বিষয়। মুম্বাইয়ের স্কোয়াডে নজর থাকবে জাসপ্রিত বুমরাহ, অধিনায়ক রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়াদের ওপর। সদ্য সমাপ্ত সিপিএলে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন পোলার্ড। রোহিত, বুমরাহরা তো আগে থেকেই পরীক্ষিত। দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়ায়ের পর শেষ হাসি কারা হাসেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর