Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার মৃত্যুতে টাইগারদের দায়িত্ব নিতে পারছেন না ম্যাকমিলান


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫২

বাবার মৃত্যুতে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালনে অপরাগতা জানিয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। তার পিতৃ বিয়োগের শোকে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘ক্রেইগ আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে তার বাবা পরলোক গমন করেছেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনি বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা তার মানসিক অবস্থা বুঝতে পারছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। তিনি চলে যাওয়ার পর থেকেই নতুন কোচ দেখতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এক সপ্তাহ না যেতেই তার উত্তরসূরি খুঁজে পায় টাইগার প্রশাসন।

টিম বাংলাদেশের সঙ্গে তার শুধুই শ্রীলঙ্কা সিরিজের জন্য চুক্তি হয়েছিল। এবং বাংলাদেশের আসন্ন এই সিরিজ উপলক্ষ্যে প্রথমে তার সরাসরি নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে দেশটিতে ভ্রমণ সংক্রান্ত বিধি নিষেধের কারণে তাকে ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে আগে ঢাকায় আসতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

ক্রেইগ ম্যাকমিলান টপ নিউজ টাইগারদের দায়িত্ব টাইগারদের ব্যাটিং কোচ বাবার মৃত্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর