Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুয়েরোকে আরও দুই মাস পাবে না ম্যানসিটি, আর্জেন্টিনা


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৫

হাটুর ইনজুরিটা বেশ ভুগাচ্ছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। শেষ তিন মাসেরও বেশি সময় ধরেই মাঠের বাইরে এই তারকা। তাকে নিয়ে আরও বড় দুঃসংবাদ জানালেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আরও দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আগুয়েরোকে এমনটাই জানিয়েছেন গার্দিওলা।

মহামারি করোনার ভেতরেই যখন ইংলিশ প্রিমিয়ার লিগের স্থগিত হওয়া ২০১৯/২০ মৌসুম মাঠে গড়ায় সে সময় জুনের ২২ তারিখ বার্নলির বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। এরপর কেটে গেছে আরও তিন মাস, তবে এখনও মাঠেই ফেরেননি আগুয়েরো। কেবল তাইই নয় আরও দুই মাস মাঠের বাইরেই থাকতে হতে পারে এমন শঙ্কায় তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া-আগুয়েরো

এর মধ্যে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই উদ্দেশে এর মধ্যেই ৩০ সদস্যের দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। আর ইনজুরি থাকার কারণেই এই দলে সুযোগ হয়নি আগুয়েরোর।

গেল মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ১০ ম্যাচ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও খেলতে পারেননি আগুয়েরো। ধারণা করা হয়েছিল প্রিমিয়ার লিগের শুরু থেকেই তিনি খেলায় ফিরবেন। তবে ইনজুরি ধাক্কায় সেটিও হচ্ছে না আগুয়েরোর। এ ব্যাপারে সিটিজেন কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা জানতাম যে আগুয়েরোর এই ইনজুরি থেকে সেরে উঠতে অনেক সময় প্রয়োজন হবে। সে এখনও একটি ট্রেনিং সেশনেও যোগ দিতে পারেনি। সার্জিও খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হতে পারে না ওর একটু বেশি সময় প্রয়োজন হয়।’

আরও বেশ কিছুদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে সে সম্পর্কে গার্দিওলা বলেন, ‘সে দীর্ঘ সময় ধরেই দলের বাইরে, আমার মনে হয় আগুয়েরো আরও দুই মাসের মতো মাঠের বাইরেই থাকবে।’

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগের ২০২০/২১ মৌসুমের খেলা গত শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হলেও এখন পর্যন্ত মাঠে নামেনি সিটিজেনরা। মৌসুমে তাদের প্রথম ম্যাচ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স (উলভস) এর বিপক্ষে।

২০২০/২১ মৌসুম আর্জেন্টিনা দল ঘোষণা ইঞ্জুরি ইংলিশ প্রিমিয়ার লিগ দুই মাস মাঠের বাইরে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যানচেস্টার সিটি সার্জিও আগুয়েরো

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর