ভেট্টোরি-ম্যাকমিলান ঢাকায় আসছেন
১৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৫০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৮
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে সরাসরি দেশটিতে যাওয়ার কথা ছিল স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি ও ব্যাটিং পরামর্শক ক্রেইগ মিলানের। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, শ্রীলঙ্কায় নয়, তাদের দুজনকেই আগে ঢাকায় আসতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। জানা গেছে, ভ্রমণ সংক্রান্ত বিধি নিষেধের কারণেই সিদ্ধান্ত বদলেছে টাইগার ক্রিকেট প্রশাসন।
সফরকারী দলটির নতুন সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকেই দলের সঙ্গে লঙ্কার বিমান ধরবেন এই দুই ব্ল্যাক ক্যাপস কোচ।
সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি জানিয়েছেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টোরি ও ম্যাকমিলানকে ঢাকায় আসতে বলেছি এবং তারপর দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে বলেছি।’
যদিও আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে সফরের সিদ্ধান্ত যাই হোক না কেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে টাইগার ক্রিকেট প্রশাসন।
ক্রেইগ ম্যাকমিলান ড্যানিয়েল ভেট্টোরি ঢাকায় আসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় দলের কোচ