Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের সঙ্গে মাঠে থাকবেন কোভিড যোদ্ধারাও


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩

‘ঘরবন্দি’ দশা থেকে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে বিশ্ব। মহামারী করোনাভাইরাসের প্রকোপে অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছিল পৃথিবী। ভাইরাসটি বেশ সহনীয় পর্যায়ে চলে আসাতে শুরু করা হয়েছে বিভিন্ন কার্যক্রম। ক্রিকেটও মাঠে ফিরেছে অনেকদিন হলো। রাত পোহালে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার কারণে একটা সময় বড় অনিশ্চয়তার মুখে পড়া এবারের আইপিএলে থাকবেন করোনা যুদ্ধের নায়করাও।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের ঘরবন্দি সময়টাতে মৃত্যুর ভয় উপেক্ষা করে ভাইরাসটির বিরুদ্ধে লড়ে গেছেন অনেক ব্যক্তি, অনেক পেশার মানুষ। ভাইরাসটি থেকে মানবজাতিকে রক্ষায় কাজ করে মুগ্ধতা ছড়িয়েছেন অনেকে। সেই সকল যোদ্ধাদের স্মরণে ‘মাই কোভিড হিরোজ’ খোদায় করা জার্সি পড়ে খেলবেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্রিকেটাররা। আসরের প্রতিটি ম্যাচে ব্যাঙ্গালুরুর ক্রিকেটারদের জার্সিতে ‘মাই কোভিড হিরোজ’ লেখা থাকবে। শুধু ম্যাচের জার্সি নয়, অনুশীলনের জার্সিতেও লেখা থাকবে কথাটা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক ভিডিও সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু। কোভিড যোদ্ধাদের সঙ্গে ভিডিও কথোপকথনে অংশ নিয়েছিলেন দলটির অধিনায়ক বিরাট কোহলিসহ কয়েকজন। যেখানে করোনাকালে বিভিন্ন মানুষের অবদানের কথা উঠে এসেছে। জানানো হয়েছে, ব্যাঙ্গালুরুর পক্ষ থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও করোনা কালিন সময়ে সম্মুখ সারির যোদ্ধাদের বিভিন্ন গল্প তুলে ধরা হবে।

ভিডিও সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘গত কয়েকমাসে যখনই আমি কোভিড যোদ্ধাদের গল্প শুনেছি তখনই আমার লোম খাঁরা হয়ে গেছে। এই আসল চ্যালেঞ্জ দেশকে গর্বিত করে। আগামীকালকে আরও উন্নত করার জন্য নিবেদিত হতে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আরসিবির “মাই কোভিড হিরোজ” জার্সিটি পরতে পেরে আমি সত্যিই গর্বিত। তারা দিনরাত ব্যাটিং করেছে এবং মাঠে লড়াই করেছে এবং তাদের আমার নায়ক বলতে পেরে সম্মানিত।’

উল্লেখ্য, ভারতরে করোনা পরিস্থিতি এখনো সন্তোষজনক না হওয়াতে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট ১৯ তারিখে শুরু হলেও কোহলির ব্যাঙ্গালুরুর ম্যাচ সোমবারে, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ করোনাভাইরাস বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর