Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে এএসএম ফারুক


১৭ সেপ্টেম্বর ২০২০ ০১:০৬

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এএসএম ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ক্রিকেট ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৭ সালে বিসিবির গেম ডেভলপম্যান্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

বিজ্ঞাপন

২০০৩ সালে আফ্রো-এশিয়া কাপের এশিয়া দলের নির্বাচক ছিলেন এএসএম ফারুক। নামকরা সাবেক এই ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এএসএম ফারুক বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর