বেন স্টোকসকে পাচ্ছে তো আইপিএল!
১৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৮
হাতে সময় নেই। সবকিছু ঠিক থাকলে তিনদিন পরই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এমন সময়ে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ! বেন স্টোকসকে পাচ্ছে কিনা তা এখনো নিশ্চিত নয় আইপিএলর ফ্র্যাঞ্চাইজিটি।
বেন স্টোকসের মতো ক্রিকেটারকে যে কোনো দলই পেতে চাইবে। ব্যাটিং-বোলিংয়ে তার সমান পারদর্শীতা কয়েক বছর ধরেই আলোচিত। ফিল্ডিংয়েও অসাধারণ ক্ষিপ্র। সম্প্রতি সময়ে আছেন অসাধারণ ফর্মে। গত বিশ্বকাপের ফাইনালে এবং অ্যাশেজে যে ক্রিকেটটা খেলেছেন তাতে বেন স্টোকস এখন বড় একটা ক্রিকেট ব্র্যান্ডও। তার মতো ক্রিকেটারের উপস্থিতি টুর্নামেন্টের সৌন্দর্য্যও উজ্জ্বল করে। হঠাৎ সেই স্টোকসই আইপিএলে অনিশ্চিত।
ক্যান্সার ধরা পড়েছে স্টোকসের বাবার। ফলে দেশের হয়ে পাকিস্তান সিরিজ শেষ না করেই জন্মভূমি নিউজিল্যান্ডে ছুটে গেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। তারপর থেকে বাবার পাশেই আছেন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটাও মিস করেছেন। কিছুদিন আগে বলেছিলেন, বাবার অসুস্থতার কারণে ক্রিকেট আপাতত তার মাথায় নেই।
রাজস্থান কর্তৃপক্ষ জানে না ঠিক কবে নাগাদ স্টোকসকে পাবেন তারা। নাকি পুরো আইপিএলেই অনুপস্থিত থাকবেন ইংলিশ তারকা। রাজস্থানের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য বললেন, কঠিন সময়ে স্টোকস যেন পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারে সেই সুযোগ দিবে রাজস্থান। তিনি বলেন, ‘স্টোকসের পরিবারের জন্য সহানুভূতি। এটা তার জন্য কঠিন সময়। আমরা তাকে যতটা প্রয়োজন সময় দিচ্ছি। এবং তার সঙ্গে যোগাযোগ রাখার চেস্টা করছি।’
ম্যাকডোনাল্ড বললেন, ‘হ্যাঁ, এটা সত্য যে আমরা জানি না ও কোন অবস্থায় আছে। যখন সে খেলতে পারবে তখনই আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এই মুহূর্তে স্টোকস বিষয়ে কী করব, কী হচ্ছে এসব নিয়ে ভাবতেই চাই না আমরা।’
ভারতের করোনা পরিস্থিতি সন্তোষজনক না হওয়াতে এবারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ তারিখে শুরু হওয়ার কথা আইপিএলের প্রথম ম্যাচ। রাজস্থানের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।’
বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন স্যাটেলাইট চ্যানেল জিটিভিতে। এবং কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।