Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবলার রাকিবুলের চিকিৎসার অর্থ সাহায্য দিল বাফুফে


১৪ সেপ্টেম্বর ২০২০ ২০:১২

ঢাকা: অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক রাকিবুল ইসলামের চিকিৎসার জন্য অর্থ সাহায্য দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বছর ডিসেম্বরে ইনজুরিতে পড়ে চিকিৎসার জন্য বাফুফে বরাবর আবেদন করলে দুই ধাপে এক লাখ ৩০ হাজার টাকা প্রদান করেছে ফুটবল ফেডারেশন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ২০১৯ এ অংশগ্রহণকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অন্যতম খেলােয়াড় রাকিবুল ইসলাম গত ডিসেম্বর ২০১৯’এ ইনজুরিতে পড়ে। চিকিৎসার সাহার্যার্থে তার ও তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথম ধাপে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে আজ সোমবার (সেপ্টেম্বর ১৪) তারিখ ১ লাখ টাকাসহ মােট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহযােগিতা প্রদান করে।

রকিবুল ইসলাম ও তার পিতা মো: হাবিব হোসেন চিকিৎসার উদ্দেশ্যে অর্থ প্রদানের জন্য বাফুফেকে ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা দেন।

চিকিৎসার অর্থ প্রদান ফুটবলার রাকিবুল বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর