Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনর ম্যাকগ্রেগর


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:২২

ইউএফসি ফাইটার কনর ম্যাকগ্রেগরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোরসিকাতে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গেল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ ওঠে। বার্তা সংস্থা এএফপি ম্যাকগ্রেগরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এএফপি জানিয়েছে, ‘সেপ্টেম্বরের ১০ তারিখ ম্যাকগ্রেগরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তবে এই অভিযোগের বিরুদ্ধে আর কোনো তথ্য প্রকাশ করেনি সেখানকার পুলিশ। এবং কনর ম্যাকগ্রেগরের পক্ষ থেকেও কোনো প্রকার বিবৃতি দেওয়াও হয়নি এখন পর্যন্ত। সম্প্রতি ম্যাকগ্রেগর কালভি বন্দর এলাকায় তার বাগদত্তার সঙ্গে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে।

গেল জানুয়ারিতে ডোনাল্ড ক্যাররোনেকে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হারানোর পর থেকে লড়াই নামতে দেখা যায়নি। এবছর আরও তিনবার লড়াইয়ে নামার কথা ছিল ম্যাকগ্রেগরের। তবে করোনাভাইরাসের কারণে সবকিছু ভেস্তে গেছে।

গেল জুনে অবসরের ঘোষণা দেন এই আইরিশ ফাইটার। এটি চার বছরের ম্যাকগ্রেগরের তৃতীয়বার অবসর ঘোষণা।

ইউএফসি ফাইটার কনর ম্যাকগ্রেগর গ্রেফতার পুলিশের কাছে অভিযোগ যৌন নির্যাতনের অভিযোগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর