Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের করোনাজয়


১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৭

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। যাতে ক্লাবটির অনুশীলনে যোগ দিতে আর কোনো বাধা নেই ব্রাজিলিয়ান সুপারস্টারের। আগামী রোববার মার্শেইয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় লিগ ম্যাচ খেলতে নামবে পিএসজি। ওই ম্যাচেও দেখা যেতে পারে নেইমারকে।

করোনামুক্তির খবর নিশ্চিত করেছেন নেইমার নিজেই। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘ভীষণ খুশি, অনুশীলনে ফিরছি আমি।’ পাশাপাশি হ্যাশট্যাগে ‘করোনাআউট’ লিখেছেন নেইমার।

বিজ্ঞাপন

নাম পরিচয় না জানিয়ে ক্লাবের তিন ফুটবলারের করোনায় আক্রান্ত হবার খবর জানিয়েছিল পিএসজি। ফরাসি গণমাধ্যমে বলা হয়, এই তালিকায় নেইমারের নামও আছে। একটা পর্যায়ে জানা যায় নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেলো ডি মারিয়া, কেইলর নাভাসসহ পিএসজির মোট ৭ ফুটবলার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এদিকে, এক সাথে এতোজন তারকা ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়াতে লিগের প্রথম ম্যাচে দ্বিতীয় সারির দল মাঠে নামাতে হয়েছিল পিএসজি কোচ টমাস টুখেলকে। ফলাফল একদমই প্রত্যাশিত হয়নি। লেঁসের বিপক্ষে প্রথম ম্যাচটাতে ১-০ গোলে হারতে হয়েছে ফ্রেঞ্চ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

করোনাভাইরাস নেইমার পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর