Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইপিএলের উদ্বোধনী দিনে লিডসকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন লিভারপুল


১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৫

শনিবার (১২ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে। আর্সেনাল এবং ফুলহামের মধ্যকার ম্যাচ দিয়ে ২০২০/২১ মৌসুমের পর্দা উঠছে। আর প্রথম দিনে মোট চারটি ম্যাচের মধ্যে ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুলও নামছে মাঠে। এদিন লিভারপুলের প্রতিপক্ষ ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেড। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লিভারপুল অ্যানফিল্ডে আতিথ্য দেবে লিডস ইউনাইটেডকে। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে এদিন মাঠে নামছে আর্সেনাল এবং ফুলহাম। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড- বার্নলি এবং ম্যানচেস্টার সিটির-অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার কথা ছিল। তবে এই দুই দল উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা ইউরোপা লিগের খেলায় অংশগ্রহণ করার কারণে তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে প্রিমিয়ার লিগের চাম্পিয়নরা শেষবার লিডসের বিপক্ষে খেলতে নেমেছিল ২০১৬ সালের নভেম্বরে ইএফএল কাপে। সেবার ২-০ গোলের জয় পেয়েছিল অলরেডরা। তবে এবার প্রিমিয়ার লিগে ফেরা লিডস বেশ চমক নিয়েই ফিরেছে। বিখ্যাত কোচ মার্সেলো বিয়েলসা লিডসকে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ করেছেন। আর তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে লিডস।

তাই তো লিডসের বিপক্ষে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ ইয়্যুর্গেন ক্লপ। মার্সেলো বিয়েলসার দলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে লিভারপুল।

দুই দলের সম্ভাব্য একাদশ:

লিভারপুল: অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, জো গোমেজ, ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ড্রিউ রবার্টসন, নাবি কেইটা, ফ্যাবিনহো, জেমস মিলনার, মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো এবং সাদিও মানে।

লিডস ইউনাইটেড: ইলান মেসিয়ের, স্টুয়ার্ট ডালাস, লিয়াম কুপার, রবিন কুচ, লুক আইলিং, কেলভিন ফিলিপস, জ্যাক হ্যারিসন, মাতেসুয়েজ ক্লিচ, পাবলো হার্নান্দেজ, হেল্ডার কস্টা এবং প্যাট্রিক বামফোর্ড।

২০২০/২১ মৌসুম অলরেড ইপিএল ইপিএল চ্যাম্পিয়নরা ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল বনাম লিডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর