লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব
১১ সেপ্টেম্বর ২০২০ ২২:১২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ২২:১৫
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ এখনো শেষ হয়নি। আগামী ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের। তার আগেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের নিলামে নাম উঠে গেল তার। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে নাম উঠেছে সাকিবের।
বাংলাদেশের সাবেক অধিনায়ক লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন কিনা সেটার আনুষ্ঠানিক নিশ্চয়তা মিলবে অক্টোবরের ১ তারিখে। ওই দিন অভিষেক হতে যাওয়া টুর্নামেন্টটার নিলাম অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের জন্য মোট ১৫০ আন্তর্জাতিক ক্রিকেটারের নাম তালিকাভুক্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তালিকায় ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, শহিদ আফ্রিদির মতো তারকাদের সঙ্গে সাকিবের নামও আছে।
পাঁচ দলের এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে আগামী নভেম্বরের ১৪ তারিখে। প্রতিটা দল ৬ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। স্থানীয় খেলোয়াড় থাকবেন ১৩ জন করে। মোট স্কোয়াড হবে ১৯ জনের।