Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশেই চাকরি নিলেন নিল ম্যাকেঞ্জি


১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৭

নিজ দেশেই চাকরি নিলেন সদ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ ছেড়ে দেওয়া নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পারিবারিক কারণ দেখিয়ে গত মাসে হুট করেই জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন ম্যাকেঞ্জি। প্রোটিয়া এই কোচ পরে সংবাদমাধ্যমকে জানান, করোনার এই কঠিন সময়টাতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে হলে লম্বা সময় পরিবারের বাইরে থাকতে হবে। বিষয়টা তার জন্য কঠিন হবে ভেবেই তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, পরবর্তীতে বিসিবির সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়ে রেখেছেন ম্যাকেঞ্জি। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না সেটা এতো তাড়াতাড়ি সম্ভব। কারণ তার জায়গায় ইতোমধ্যেই নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে বিসিবি। অন্য দিকে নিজ দেশে চাকরি নিয়ে নিলেন ম্যাকেঞ্জিও।

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। অল্প সময়ের মধ্যেই বেশ সুনাম কুড়ান তিনি। মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, লিটন দাসদের মুখে ম্যাকেঞ্জির প্রসংশা শোনা গেছে অনেকবার।

২০১৯ সালের বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়। প্রোটিয়া কোচের সঙ্গে প্রথমে বিসিবির চুক্তি ছিল শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের। তবে গত ডিসেম্বরের ভারত সিরিজে টেস্ট দলের সঙ্গেও কাজ করেন তিনি। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যাননি, তবে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও ওয়ানডে, টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলের সঙ্গেও কাজ করেছেন ম্যাকেঞ্জি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ৩৭.৩৯ গড়ে টেস্টে রান করেছেন ৩ হাজার ২৫৩। সেঞ্চুরি ৫টি, হাফ সেঞ্চুরি ১৬টি। ২ সেঞ্চুরি ১০ হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে করেছেন ১ হাজার ৬৮৮ রান। গড় ৩৭.৫১। পরে দুই দফায় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন ম্যাকেঞ্জি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নিল ম্যাকেঞ্জি বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ব্যাটিং কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর