গ্রাউন্ডসম্যানদের করোনা সচেতন করছে বিসিবি
১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৪
ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর বারোটা ছুঁই ছুঁই। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ল প্রায় ৩০-৪০ জন গ্রাউন্ডসম্যান গোল হয়ে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে কারো কথা শুনছেন। আরেকটু সামনে গিয়ে দেখা গেল প্রায় ৫৫ বছর বয়স্ক এক ভদ্রলোক সবার মধ্যমনি হয়ে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে কিছু বলছেন। এভাবে চলল প্রায় আধাঘণ্টা ব্যাপাী। শেষ করে এক পর্যায়ে চলে এলেন স্টেডিয়ামস্থ শহীদ জুয়েল স্ট্যান্ডের গ্যালারিতে। বেশ কয়েকজন গ্রাউন্ডসকর্মী ও সাপোর্ট স্টাফ সমেত দুই ও তিন তলার গ্যালারি পরিদর্শন শেষে চলে গেলেন।
কী বললেন ওই ভদ্রলোক? জানতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কথা হল এক গ্রাউন্ডসকর্মীর সঙ্গে। জবাবে তিনি বললেন, ‘উনি আমাদের করোনা সম্পর্কে সচেতন করছিলেন। কী করে করোনা হয়, কী করে করোনা থেকে দূরে থাকা যায়। এসব নিয়ে।’ উনি কে? প্রতিবেদকের করা এমন প্রশ্নে তার উত্তর হলো, ‘সেটা বলতে পারব না।’
জানতে যোগাযোগ করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের সঙ্গ। কিন্তু তার নাম জানাতে অস্বীকৃতি জানালেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ‘উনি আমাদের করোনা বিষয়ক পরামর্শক। উনার নাম বলা নিষেধ আছে।’
গত ১৯ জুলাই করোনাকালে ক্রিকেটারদের অনুশীলন শুরু হওয়ার পর এই ঘটনা আজই প্রথম। বুঝতে বাকি রইল না সম্প্রতি এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতার অংশ হিসেবেই হয়ত বিসিবির এই পদক্ষেপ। যেহেতু গ্রাউন্ডসকর্মীরা ক্রিকেটারদের আশপাশেই থাকেন। তাছাড়া ব্যক্তিগত অনুশীলনও চলছে, উপরন্ত ২১ তারিখ থেকে শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলের প্রস্তুতি তো আছেই।
করোনাকালে ক্রিকেটারদের অনুশীলন গ্রাউন্ডসম্যান বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ