করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেন মিঠুন
৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৯
শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র নেওয়া প্রথম ধাপের করোনা পরীক্ষার তৃতীয় দিনে এসে নমুনা দিলেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। অবশ্য তিনি একাই নন, কোভিড টেস্টের জন্য এদিন নমুনা দিয়েছেন জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসনও।
সিরিজ উপলক্ষ্যে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ থেকে গতকাল সকাল সাড়ে ৯ টায় ঢাকায় ফিরেছেন ওটিস গিবসন। সেকারণেই হয়ত প্রথম ও দ্বিতীয় দিনে তার কোভিড টেস্ট সম্ভবপর হয়ে ওঠেনি। তাই তৃতীয় দিনে এসে মিঠুনের সঙ্গে নমুনা দিলেন এই টাইগার পেস বোলিং কোচ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এতথ্য দিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বললেন, ‘মিঠুনের আজকে নমুনা নেওয়া হয়েছে। আজকে পরীক্ষা দুজনের করা হয়েছে। মিঠুনের আর ওটিস গিবসনের।’
২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের টেস্ট উপলক্ষ্যে গত পরশু প্রথম ধাপের প্রথম দিনে জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল টাইগার প্রশাসন। যেখানে মাত্র দুজনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে একজন হচ্ছেন-জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আর অপরজন দলের ইংলিশ ট্রেনার নিক লি।
দ্বিতীয় দিনের মতো গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল জাতীয় দলের আট সাপোর্ট স্টাফের। স্বস্তির খবর হলো, এদের কারো শরীরেই করোনা ধরা পড়েনি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।
করোনা পরীক্ষা করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোহাম্মদ মিঠুন