Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছিয়ে পড়েও আইসল্যান্ডের বিরুদ্ধে বড় জয় বেলজিয়ামের


৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৪

উয়েফা নেশনস লিগের শুরুটা দুর্দান্ত করেছে বেলজিয়াম। প্রথম ম্যাচে ডেনমার্ক এবং দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দলটি। এদিন শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর যেন তেলে বেগুনে জ্বলে ওঠে বেলজিয়াম। আর তাতেই ৫-১ গোলে বিধ্বস্ত হলো আইসল্যান্ড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উয়েফা নেশনস ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে আতিথ্য দেয় রবার্তো মার্টিনেজের শিষ্যরা। আর এদিন ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভাইকিংদের জালে গুনে গুনে পাঁচবার বল পাঠান ডি ব্রুইনরা। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন মিচি বাতসুয়াই, আর একটি করে গোল করেন অ্যাক্সেল উইটসেল, ড্রায়েস মার্টিন্স এবং জেরমে ডকু। আইসল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন হমবার্ট অ্যারন ফ্রিডজনসন।

বিজ্ঞাপন

ম্যাচের ৯ম মিনিটে স্বাগতিক বেলজিয়ামের জালে বল জড়ান আইসল্যান্ডের ফরোয়ার্ড হমবার্ট। তবে ভুলটা বোধ হয় তখনই করে ফেলে আইসল্যান্ড। গোল খেয়ে ক্ষীপ্ত হয়ে ওঠে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দলটি। যেন তাদের সম্মানে বড্ড আঘাত লাগে এই গোলে। আর তাই তো প্রতিশোধ আগুনের ভস্ম করে দেয় আইসল্যান্ডকে। গোল হজম করার মাত্র মিনিট তিনেক পরেই দূরপাল্লার শটে দলকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল।

সময়তায় ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাতসুয়াইরা। ম্যাচের ১৬ মিনিটের মাথায় মিচি বাতসুয়াইয়ের জোরালো শটে বল জলে জড়ায় আর ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের মাত্র ১৬ মিনিট যেতে না যেতেই তিন গোলের দেখা মিলে যায়। আর বেলজিয়াম এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি বেলজিয়ামের ফুটবলাররা। আর তাই তো প্রথমার্ধের শেষ টানে ২-১ গোলে এগিয়ে থেকেই।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক বেলজিয়াম, যার ফল মিলল হাতেনাতেই। ম্যাচের ৪৯তম মিনিটে কর্নার থেকে বল আইসল্যান্ডের ডি বক্সে পাঠান কেভিন ডি ব্রুইন আর সেখান থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান ড্রায়েস মার্টিন্স। তাতেই ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে বেলজিয়াম। জয়টা প্রায় তখনই নিশ্চিত হয়ে যায় ডি ব্রুইনদের। তবে ভাইকিংসদের তখনও যে ক্রোধের আগুনে পোড়ানো বাকি।

ম্যাচের ৬৮তম মিনিটে মিচি বাতসুয়াই ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান আর তাতেই হালি পূর্ণ হয় বেলজিয়ামের। এবার গোলের যোগানদাতা ইয়ারি ভেরসাহারেন। তখনও যেন সন্তুষ্ট হতে পারেনি বেলজিয়ানরা। চারবার বল জালে জড়িয়েও গোলের ক্ষুধা মেটেনি তাদের। ম্যাচের ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের ২য় অ্যাসিস্ট থেকে জেরেমি ডকু বেলজিয়ানদের ৫ম গোল করেন।

শেষ পর্যন্ত ৫-১ গোলে আইসল্যান্ডকে বিদ্ধস্ত করে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছিল বেলজিয়াম আর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল আইসল্যান্ড।

আইসল্যান্ড আইসল্যান্ড বনাম বেলজিয়াম উয়েফা নেশনস লিগ বড় জয় বেলজিয়াম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর