প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ডি ব্রুইন
৯ সেপ্টেম্বর ২০২০ ০১:৪২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৫
৩০ বছর এবং ১১ হাজারেরও বেশি দিন পর শিরোপা উল্লাসে মেতেছে লিভারপুল। দুর্দান্ত মৌসুম পার করেছে অলরেডরা। তবে তাদের খেলোয়াড়দের থেকে আলো কেড়ে নিয়েছেন রানার আপ দল অর্থাৎ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করা হয়। গেল বারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী ভার্জিল ভ্যান ডাইককে এবার পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন ম্যান সিটি তারকা ডি ব্রুইন। এছাড়াও প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।
ডি ব্রুইনের সঙ্গে এই পুরস্কার জয়ের দৌড়ে ছিলেন আরও পাঁচ খেলোয়াড়। শিরোপাজয়ী লিভারপুলের থেকে ছিলেন ভার্জিল ভ্যান ডাইক, আলেক্সান্ডার আর্নল্ড, সাদিও মানে এবং জর্ডান হ্যান্ডারসন। এদিকে ডি ব্রুইনের ম্যানচেস্টার সিটির সতীর্থ রহিম স্টার্লিংও ছিলেন এই তালিকায়। তবে সবাইকে পেছনে ফেলে এই শিরোপা জিতে নেন কেভিন ডি ব্রুইন।
১৯৭৩/৭৪ মৌসুমের পর ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের তকমা জিতলেন। এই শিরোপা জয়ের পর ডি ব্রুইন জানান, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সম্মাননা। আমি আমার সকল সতীর্থ, প্রতিপক্ষ এবং সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে মাঠে এবং মাঠের বাইরে সমর্থন দেওয়ার জন্য। এটা আসলে কিছুটা বিস্ময়কর যে সিটির খেলোয়াড় হিসেবে প্রথমবার এই পুরস্কার আমি জিতলাম।’
টানা তৃতীবারের মতো প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন প্রিমিয়ার লিগ হারানো দলের খেলোয়াড়। ২০১৯/২০ মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন কেভিন ডি ব্রুইন। পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে ২০ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ১৩টি গোলও। গার্দিওলার অধীনে শিরোপা না জিতলেও অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন কেভিন ডি ব্রুইন আর তার স্বীকৃতি স্বরূপই এই পুরস্কার দেওয়া হলো এই বেলজিয়ান মিডফিল্ডারকে।
কেভিন ডি ব্রুইন
২০১৯/২০২০ মৌসুমে প্রিমিয়ার লিগজুড়ে লিভারপুলের খেলোয়াড়দেরই আধিপত্য, তবে তার ভেতরেও নিজের আলো ছড়িয়ে যাচ্ছেন বেলজিয়ান সুপারস্টার কেভিন ডি ব্রুইন। এবারের মৌসুমে তার দল প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে না পারলেও নিজের দুর্দান্ত ফর্মের এদিক ওদিক হতে দেননি ডি ব্রুইন।
২৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিড ফিল্ডার চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সংখ্যক গোলের যোগানদাতা। অর্থাৎ গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তার সঙ্গে পেরে ওঠেনি কেউই। নামের পাশে ১৩টি গোল আর ২০টি অ্যাসিস্টই স্বাক্ষ্য দিচ্ছে ডি ব্রুইনের দুর্দান্ত ফর্মের।