Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির বিরুদ্ধে যুদ্ধে নামিনি: লা লিগা প্রেসিডেন্ট


৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৮

গেল দুদিন আগে জানা গেছে লিওনেল মেসি বার্সেলোনায় থাকছেন, এর আগে ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে অবহিত করেন এই মৌসুমেই তিনি বার্সা ছাড়ছেন। তবে তার সঙ্গে বার্সেলোনার ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকায় ফ্রীতে বার্সা ছাড়তে পারেননি মেসি, আর ক্লাবের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে ক্লাব ছাড়তে হলে মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে। আর বার্সেলোনার এমন সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়ে লা লিগা এক বিবৃতি প্রদান করে।

বিজ্ঞাপন

আর তা নিয়েই লিওনেল মেসি এবং লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাসের সম্পর্কে যেন ফাটল ধরেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেবাস জানান মেসির বিরুদ্ধে তিনি কোনো যুদ্ধে নামেননি। কেবল বার্সার সঙ্গে তার যে চুক্তি ছিল সে চুক্তির কথাই তুলে ধরেছেন তেবাস।

তেবাস বলেন, ‘আমি মেসির বিরুদ্ধে কোনো যুদ্ধে নামিনি। আমি মেসির অনেক বড় ভক্ত, সে গেল দুই দশকে ইতিহাস গড়েছে, তো আমি কেন তার বিরুদ্ধে যুদ্ধে নামব? আমি কেবল চুক্তি নিয়ে কথা বলেছি। আমি শুধু এটা চেয়েছিলাম যে মেসি যেন তার চুক্তিকে সম্মান জানায়। এটা স্বাভাবিক যে মেসি থাকায় সংবাদমাধ্যম এই বিষয় নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম থেকে একবার জানা যায় লিওনেল মেসি চাইলেই তার চুক্তি অনুযায়ী ফ্রিতেই ক্লাব ছাড়তে পারতেন, আবার শোনা যায় না এমন কোনো শর্ত নাকি চুক্তিতে নেইই। আর এটাই তুলে ধরেন লা লিগা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘চুক্তিতে একদম পরিষ্কার ছিল সবকিছুই। চুক্তিপত্র যখন সবার সামনে আনা হয় তখন একটি অংশ বাদ দিয়ে সামনে আনা হয়। তবে সবকিছুর মধ্যে আমাদের ভালো লাগছে যে মেসি এই ব্যাপারটি আদালত পর্যন্ত নিয়ে যায়নি। আর সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনায় খেলে যাওয়ার।’

তিনি আরও যোগ করেন, ‘লা লিগার জন্য এটা অনেক লজ্জাজনক হত যদি মেসি ক্লাব ছেড়ে চলে যেত। লা লিগা তার তৈরি করা খেলোয়াড়দের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। আর সকল ক্লাবই, সকল লিগই মেসিকে পেতে চাইবে।’

এদিকে দলবদলের নাটক শেষ হয়েছে কদিন হলো। এরপর গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) আবারও অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। আর বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

বিজ্ঞাপন

মেসির রিলিজ ক্লজ লা লিগা প্রেসিডেন্ট লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা হ্যাভিয়ের তেবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর