ডমিঙ্গো-কুক ঢাকায়, আসতে পারেননি গিবসন
৭ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৪
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে টাইগারদের সঙ্গে যোগ দিতে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে আসতে পারেননি পেস বোলিং কোচ ওটিস গিবসন।
এমিরেটস এয়ারলাইন্স যোগে গতকাল রাত পৌঁনে বারোটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন ডমিঙ্গো ও কুক। একই এয়ারলাইনসে আজ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণের কথা ছিল ওটিস গিবসনের। কিন্তু তার ফ্লাইট পিছিয়ে যাওয়ায় তা সম্ভবপর হয়ে ওঠেনি। সব ঠিক থাকলে আগামিকাল মঙ্গলবার তার পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (৭ সেপ্টম্বর) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান।
ঢাকায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেনটাইন শেষে শিষ্যদের অনুশীলনে যোগ দেবেন এই তিন টাইগার কোচ। এদিকে সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তাদের কোয়ারেনটাইনের সময় অবশ্য শেষ হয়ে এসেছে। আর স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি ও ব্যাটিং পরামর্শক ক্রেইগ মিকমিলান নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।
কুক টপ নিউজ ডমিঙ্গো ঢাকায় আসতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)