অনুশীলন ফিরছে বুধবার
৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬
করোনাভাইরাসের দাপটে হুট করে সাময়ীকভাবে বন্ধ হওয়া ঢাকাস্থ ক্রিকেটারদের অনুশীলন আবারও শুরু হচ্ছে আগামী বুধবার। ওই দিন থেকে পূনরায় মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে ঘাম ঝড়াতে পারবেন জাতীয় পুলের ক্রিকেটাররা।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলার বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফ করোনা শনাক্ত হওয়ায় গত শুক্রবার থেকে তিন দিনের জন্য অনুশীলন স্থগিত ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই মেয়াদ আজ রোববার শেষ। বন্ধের মেয়াদ এরপরে আরো দুই দিন বাড়িয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন। সব ঠিক থাকলে আগামী বুধবারর থেকে আবার প্রিয় ভেন্যু শের-ই-বাংলায় অনুশীলনে ফিরতে পারবেন মুশফিক-তামিমরা।
রোববার (৬ সেপ্টেম্বর) সাংরাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি জানালেন, ‘আপনারা জানেন আমাদের বেশ কয়েকজন সাপোটিং স্টাফ করোনা শনাক্ত হওয়ায় তিন দিন ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রেখেছিলাম। এর মেয়াদ আরো দুই দিন বাড়ানো হয়েছে। বুধবার থেকে আবার শুরু হবে।’
করোনাকালে ক্রিকেটারদের অনুশীলন টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ