Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনার জন্য আগামী মৌসুমে নিজেকে নিংড়ে দেব: মেসি


৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৫

লিওনেল মেসি গতকাল জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে বার্সেলোনাতেই থাকছি। তবে মেসির এই ঘোষণার আগে তার দলবদল ইস্যুতে গত দশদিন কিন্তু কম জলঘোলা হয়নি। মেসির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, চুক্তির শর্ত অনুযায়ী ইচ্ছা করলেই ক্লাব ছাড়তে পারবেন তিনি। সেক্ষেত্রে রিলিজ ক্লজ দিতে হবে না। সে মোতাবেকই বার্সা ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু বার্সেলোনা রিলিজ ক্লজ ছাড়া মেসিকে ছাড়তে রাজি হচ্ছিল না। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছিল। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি বলে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। কিন্তু বার্সা কর্তাদের কদিনের আচরণে ভেতরে তিক্ততা কী একটুও জন্মেনি! সেটা আবার মেসির খেলায় প্রভাব ফেলবে না তো? আর্জেন্টিনা সুপারস্টার বার্সা সমর্থকদের এই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

মেসি জানিয়েছেন, আগামী মৌসুমে বার্সেলোনার জন্য নিজেকে উজাড় করেই দিবেন তিনি। গোল ডটকমকে প্রায় ২০ মিনিট ধরে দেওয়া সাক্ষাৎকারে কাল অনেককিছুই পরিস্কার করেছেন তর্ক সাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফুটবলারটি। তার মধ্যে আগামী মৌসুমে খেলার প্রভাব পড়ার বিষয়টিও উঠে এসছে।

মেসি বলেন, ‘আমি তীব্রভাবেই চেয়েছি বার্সেলোনা ছাড়তে। তবে এটার কোন প্রভাব আমার মানসিকতায় পড়বে না। আগামী মৌসুমে আমি নিজের সেরাটাই দেব।’

কেন তীব্রভাবে বার্সেলোনা ছাড়ার চেষ্টা করছিলেন সেটাও ব্যাখ্যা করেছেন মেসি। ক্লাব কর্তা তথা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ এর একের পর এক হটকারি সিদ্ধান্তে দিনকে দিন মাঠের শক্তি খুঁইয়েছে বার্সেলোনা। বারবার অনুরোধ করার পরও স্কোয়াডে প্রয়োজনীয় ফুটবলারদের ভেড়ায়নি কর্তারা। মেসি মনে করছিলেন, বর্তমান দলটার শীর্ষ প্রতিযোগিতায় সাফল্য পাওয়া সম্ভব নয়। বার্সা ছাড়তে উঠেপরে লেগেছিলেন সেই কারণেই।

মেসি বলেন, ‘ আমি সবসময়ই ক্লাবকে সবকিছুর উর্ধ্বে রাখি। অনেকবারই বার্সা ছাড়ার সম্ভাবনা ছিল। প্রতি বছরই চলে যেতে পারতাম এবং বার্সেলোনার চেয়ে বেশি আয় করতে পারতাম। কিন্তু আমি সবসময় বলেছি, এটাই আমার ঘর এবং এটাই আমি অতীতে অনুভব করেছি এবং এখনও করি। আমি চলে যেতে চেয়েছিলাম, কারণ ফুটবলে আমার শেষ কয়েক বছর সুখে থাকতে চেয়েছি। সাম্প্রতিক সময়ে এই ক্লাবে আমি সুখ খুঁজে পাইনি।’

গত টানা পাঁচ বছর চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরতে হয়েছে বার্সেলোনাকে। এটা মানতে পারেননি মেসি, ‘আমি সবসময় জিততে চাই। আমি লড়াকু এবং কিছুই হারতে পছন্দ করি না। সবসময় ক্লাবের, ড্রেসিংরুমে এবং আমার জন্য সবচেয়ে ভালোটা চেয়েছি। আমি বলেছিলাম যে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমাদের যে সহায়তা দরকার, সেটা দেওয়া হচ্ছে না। আসলে, আমি জানি না এখন কী হবে।’

বিজ্ঞাপন

মেসি বলেছেন, ‘আমাদের দেখতে হবে দল কীভাবে সাড়া দেয় এবং এটা আমাদেরকে শীর্ষ পর্যায়ে লড়াই করতে দেয় কিনা। যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে, আমি থাকছি এবং বার্সেলোনার জন্য নিজের সেরাটা দেব।’

বার্সেলোনা লিওনেল মেসি লিওনেল মেসির দলবদল

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর