না ফেরার দেশে নারী দলের ক্রিকেটার সুপ্তার বাবা
৪ সেপ্টেম্বর ২০২০ ২০:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ২০:১৪
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন সুপ্তার বাবা। শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল হাসপাতালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
গাইবান্ধা নিবাসী সু্প্তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছে সুপ্তার সতীর্থ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে দলপতি রুমানা আহমেদ।
তিনি জানালেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি আজ বিকেলে ইন্তেকাল করেছেন। যতদূর শুনেছি তিনি হাট স্ট্রোকে মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে তার শারীরিক অবস্থার অবনতি হয়, বিকেল বেলা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুপ্তা গতকালই গাইবান্ধা চলে গেছে।’