Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফুটবলারদের অপেশাদার বলা কি এতই সহজ?’


৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৭

ঢাকা: একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশ নেয়া নিয়ে একটা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ‘নট আউট নোমান’ নামে একটা ডিজিটাল প্লাটফর্মের লাইভ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল দেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের। উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানের হোস্ট নোমান মোহাম্মদের ‘অপেশাদার’ মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছে ফুটবলাঙ্গনে।

মামুনুল ইসলাম নিজেই আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন। এবং একটি প্রশ্ন ছুড়ে দেন এভাবে- ‘ফুটবলারদের অপেশাদার বলা কি এতই সহজ?’

বিজ্ঞাপন

তার এই স্টাটাসকে ঘিরে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে।

ঘটনার সূত্রপাত কীভাবে?

বৃহস্পতিবার রাতে ‘নট আউট নোমান’ নামে একটা ডিজিটাল প্লাটফর্মে লাইভে আসার কথা ছিল ফুটবলার মামুনুলের। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এই ফুটবলার। লাইভ অনুষ্ঠানেই বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠানের হোস্ট নোমান মোহাম্মদ জানান, ‘আজকে লাইভে উপস্থিত থাকার কথা ছিল ফুটবলার মামুনুল ইসলামের। তিনি থাকতে পারছেন না। আমার হাসিতেই সবাই হয়তো বুঝে নিয়েছেন। আমরা ‘নট আউট নোমান’ অনুষ্ঠানে অনেক প্লেয়ার, সংগঠক নিয়ে এসেছি। মূলত যদি ক্রিকেট বলি। ফুটবলের বাংলাদেশের সবচেয়ে বড় আইকন লাস্ট ডিকেডের কথা যদি বলি। এখন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার টেক্সট আমার কাছে আছে। তিনি কনফার্ম করেছেন। শেষ মুহূর্তে তার মনে হয়েছে যে তিনি তার স্প্যানিশ লা লিগার কমেন্ট্রি দিতে হবে।

যদি বলি গত ১০ বছরে কোন ফুটবলার সবচেয়ে বেশি পরিচিত বা চিনে মামুনুল সম্ভবত সবার উপরেই থাকবে। তার সঙ্গেও আজকে কথা হয়েছে। তিনি আজকে আসবেন। বিকেল থেকে কথা হয়েছে। সন্ধ্যার দিকে আমরা একটা টেস্ট রানও চালিয়েছি। তিনি আসেননি। তার জন্য ১০টার প্রোগ্রাম সাড়ে ১০টায় নিয়েছি। সাড়ে ১০টার প্রোগ্রাম পিছিয়ে আমরা ১১টায় নিয়েছি। তিনি আসেননি। বাংলাদেশ ফুটবলের র‌্যাঙ্কিং যে ২শ’য়ের কাছাকাছি যাচ্ছে, প্রফেশনালিজম বা প্রফেশনাল ফুটবলাররা যে এমন হচ্ছে তা এই দুইটা উদাহরণই বুঝা যায়।’

বিজ্ঞাপন

এমন মন্তব্যের পর মামুনুল তার ফেসবুক অ্যাকাউন্টে সকালে একটি পোস্ট দেন। সেখানে তিনি অনুপস্থিতির কারণ ব্যাখ্যা দিয়ে জানান, ‘ফুটবলারদের অপেশাদার বলা কি এতটাই সহজ? গতকাল আমাকে ‘নট আউট নোমান’ পেজে একটি ফেসবুক লাইভে যুক্ত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি খুশি মনেই আমন্ত্রণটি প্রাথমিকভাবে গ্রহণ করি। পরে সন্ধ্যার দিকে হঠাত আমার স্ত্রী’র ‘প্যানিক এটাক’ হওয়ায় আমি তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। ফলে আমি আর সেই ফেসবুক লাইভ প্রোগ্রামে যোগ দিতে পারিনি। ব্যাপারটি আমি সেই প্রোগ্রামের হোস্ট-কে অবহিত করি। তবুও জনাব নোমান তার ফেসবুক লাইভে আমাকে ‘আনপ্রফেশনাল’ বলে উল্লেখ করেন।’

অবহিত করার পরেও অনুষ্ঠানের হোস্ট তার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেননি বলে দাবি করে মামুন যোগ করেন, ‘আমার জানা মতে, কিছু দিন আগে জামাল ভূঁইয়াও তার পেজের একটি লাইভে যোগ দিতে পারেনি লা লীগা কমেন্ট্রি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায়। তিনি জামালের অনুপস্থিতির কারণটি ব্যাখা করলেও আমারটি কেন করলেন না! নাকি এই ফেসবুক লাইভ প্রোগ্রামটি আমার কাছে আমার পরিবারের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ছিল?’

নানান সময় ফুটবলারদের পেশাদারিত্ব ও নিয়মিবর্তিতা নিয়ে প্রশ্ন উঠলেও এই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন মামুনুল। এ নিয়ে নানান সময় নানান অভিযোগ পাওয়া যায় ফুটবলারদের বিপক্ষে। তবে অভিযোগের বিষয়টি দোষ চাপানো মনে করে মামুনুল জানান, ‘আমার মনে হয় আমাদের ফুটবলারদের উপর দোষ চাপানোটা একটু বেশিই সহজ।’

এ বিষয়ে মন্তব্য জানতে অনুষ্ঠানের হোস্ট কালেরকণ্ঠের সাবেক ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। পরে ম্যাজেঞ্জারে খুদে বার্তা দেয়া হলেও তিনি প্রতিক্রীয়া করেননি।

ফেসবুক লাইভ বাংলাদেশ ফুটবল মামুনুল ইসলাম মামুন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর