Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা টেস্টে নেগেটিভ সাকিব


৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৭

করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে সাকিব আল হাসানের। অর্থাৎ অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে যেতে আর কোন বাঁধা রইলো না বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটারটির।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে নমুনা দিয়েছিলেন সাকিব। নিজের বাসা থেকেই নমুনা দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। আজ নেগেটিভ ফল পাওয়া গেছে। ফলে পূর্ব সূচি অনুযায়ী অনুশীলনের জন্য আগামীকাল বিকেএসপিতে যাওয়ার কথা সাকিবের।

বিজ্ঞাপন

আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন গত মার্চ থেকে। এদিকে, তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী অক্টোবরে। অক্টোবর থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। বোর্ড শ্রীলঙ্কা সিরিজেই পেতে চাইছে দেশসেরা ক্রিকেটারকে। সাকিব নিজেও উন্মুখ হয়ে আছেন। সেই কারণেই আগে ভাগে দেশে ফিরে অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই প্রস্তুত হয়ে দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেন।

এদিকে, বিকেএসপির কোচ ও সাকিবের পুরনো গুরু নাজমুল আবেদীন ফাহিম জানালেন, যেহেতু সদ্যই অন্য দেশ থেকে ফিরেছেন ফলে এখনই পুরোদমে অনুশীলন করতে পারবেন না সাকিব। বিদেশ থেকে ফিরলে ১৪ দিনের আইসোলেশনের যে বাধ্যবাধকতা আছে তা মানতে বিকেএসপিতে সাকিবের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে আইসোলেশনে থাকতে হবে সাকিবকে। তবে একদমই বসে থাকতে হবে না, আইসোলেশনের মধ্যেই চলবে অনুশীলন।

বিজ্ঞাপন

নাজমুল আবেদীন ফাহিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম দিকে শুধু আমি আর সালাউদ্দিন (বিকেএসপির আরেক কোচ এবং সাকিবের গুরু) তার কাছাকাছি যাবো। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে। সাকিবের থাকার জন্য আলাদা রুম ব্যবস্থা করা হয়েছে। ওর খাবারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।’

ক্রিকেটারদের কাছে ফাহিস স্যার হিসেবে পরিচিত নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বক্সিং, অ্যাথলেটিক্সসহ বিকেএসপির অন্যান্য কোচরাও পর্যায়ক্রমে অনুশীলনে সহায়তা করবেন সাকিবকে। জিমসহ সব ধরনের সুযোগ-সুবিধাই পাবেন সাকিব।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর