মেসির দলবদল নিয়ে সরব রিয়াল তারকারা
৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৭
রিয়াল মাদ্রিদের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দিয়ে বল পায়ে ছুটছেন লিওনেল মেসি- ‘এল ক্লাসিকো’তে এমন দৃশ্য দেখা গেছে অহরহ। আবারও দেখা যাবে কিনা সন্দেহ! বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন মেসি। বর্তমান অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, যেকোন মুহূর্তে খবর আসতে পারে যে, মেসি আর বার্সার নয়। মেসির দলবদল ইস্যুতে আগ্রহ পুরো ফুটবল বিশ্বের। রিয়ার মাদ্রিদের থাকবে না তা কী হয়!
মেসি বার্সেলোনা ছাড়লে মাঠের হিসেবে রিয়াল মাদ্রিদের জন্য ভালোই হবে। স্পেনের ক্লাব ফুটবলে অনেক আগে থেকেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে বার্সার প্রধান খেলোয়াড় ক্লাব ছাড়লে রিয়ালের জন্য তো ভালোই। মেসি একাই মাদ্রিদের ক্লাবটির কত জয় কেড়ে নিয়েছেন তার ইয়ত্তা নেই। তবুও রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের চাওয়া, বার্সেলোনায় থেকে যাক মেসি। মেসির চলে যাওয়াটা স্পেনের ক্লাব ফুটবলের ক্ষতির কারণ বলছেন রিয়াল অধিনায়ক।
তিনি বলেন, ‘নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার লিওনেল মেসির আছে। আমি জানি না সে সেটি ভালোভাবে করতে পারবে কিনা! তবে স্প্যানিশ ফুটবল, বার্সেলোনার জন্য আমি চাইব সে যেন থেকে যায়।’
এদিকে লুকা মডরিচ বলছেন, মেসি চলে গেলে লা লিগার জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে সেকথা ঠিক। ক্রোয়েশিয়ান তারকা এটাও বলছেন, এই গ্যাপ বেশিদিন থাকবে না, নতুন কেউ তারকা হবে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল ছাড়ার উদাহরণ দিয়েছেন তিনি, ‘যদি মেসি বার্সা ছাড়ে তাহলে সেটি লা লিগার মর্যাদা ক্ষতিগ্রস্ত করবে। তবে যদি সত্যি সত্যিই সে চলে যায়, তাহলে কী আর করা! আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অন্য খেলোয়াড়েরা তখন তারকা হবে। রোনালদো যখন চলে গেল সেটিও লা লিগার মর্যাদাকে ক্ষুন্ন করেছে। তাঁকে ছাড়া রিয়াল চলছে, বার্সার ক্ষেত্রেও একই জিনিস হবে মেসিকে ছাড়া।’
টনি ক্রুস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে মেসির বার্সা ছাড়ার খবর আমার জন্য অবশ্যই ভিন্ন কিছু। কিন্তু মেসি বার্সা ছাড়া মানে এই নয় যে এখন থেকে রিয়াল সবকিছু একাই জেতা শুরু করবে।’