Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির দলবদল ইস্যুতে জেল হতে পারে বার্সা সভাপতির!


১ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৩

লিওনেল মেসির দলবদল ইস্যু শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই মুহূর্তে তা বলা মুশকিল। তর্ক সাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফুটবলারটি গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বার্সায় আর থাকতে চান না। তারপর থেকেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে ইউরোপের ধনী ক্লাবগুলো। কিন্তু বার্সেলোনা কোন মতেই ছাড়তে চাইছে না মেসিকে। এদিকে, বিবিসির স্প্যানিশ ক্রীড়া সংবাদিক গুইলেম বালাগের দাবি, মেসির দলবদল ইস্যুতে জেলে যেতে হতে পারে বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউকে!

বিজ্ঞাপন

বার্সার সঙ্গে মেসিতে চুক্তির শর্ত ছিল, চাইলেই মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারবেন। তবে মৌসুম শেষ হওয়ার ২০ দিন আগে সেটা জানাতে হবে। তা না হলে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে। চুক্তির শর্ত দেখিয়ে গত ২৫ আগস্ট বার্সা ছাড়ার কথা জানিয়ে দেন মেসি। করোনাভাইরাসের কারণে এবারের মৌসুম লম্বা হয়েছে অনেকটা। সেই যুক্তি দেখিয়ে বিনা রিলিজ ক্লজে ক্লাব ছাড়ার যু্ক্তি দেখিয়েছেন মেসির আইনজীবী। কিন্তু এই যুক্তি উড়িয়ে দিচ্ছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

ক্লাবটির দাবি, করোনাকালে মৌসুমের সময় বাড়লেও মেসির চুক্তির শর্তের সময় পিছিয়ে যায়নি। ক্লাবকে তার ইচ্ছার কথা জানানোর শেষ সময় ছিল গত জুনের ১০ তারিখে। সেটা যেহেতু করেননি সেহেতু তাকে পেতে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরোই পরিশোধ করতে হবে। দু’পক্ষের যুক্তি পাল্টা যুক্তিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর শঙ্কা দেখা দিচ্ছে।

গুইলেম বালাগ বলছেণ, যে করেই হোক মেসিকে আটকাতে চাইবে বার্তেমেউ। কারণ মেসি ক্লাব ছাড়লে সবচেয়ে বড় বিপদে পড়বে তিনিই। বালাগ বলেছেন, ‘বার্তো তার প্রতিদ্বন্দ্বীদের সুযোগ দিতে চাইবে না। যদি মেসিকে বিনা পয়সায় ছেড়ে দিতে হয়, তাহলে পরবর্তী প্রেসিডেন্ট অথবা পুরো মৌসুমের টিকেট ক্রেতারা সম্পদের অপব্যবহারের মামলা করে দিতে পারবেন (বার্তোমেউর বিরুদ্ধে)। এমনটা হলে তাকে বিশাল অঙ্কের অর্থ নিজের পকেট থেকে দিতে হবে অথবা জেলেও যেতে হতে পারে। আর এ কারণেই তিনি মেসিকে আটকে রাখতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।’

প্রেসিডেন্ট হিসেবে আগামী মার্চে মেয়াদ শেষ হচ্ছে বার্তোমেউর। খুব করেই চাইছেন অন্তত তিনি থাকা অবস্থায় ক্লাব না ছাড়ুক মেসি। এই চেষ্টায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্ত হওয়ার চিন্তাও নাকি করছেন বার্সেলোনা সভাপতি!

জোসেফ মারিয়া বার্তোমেউ বার্সেলোনা লিওনেল মেসি লিওনেল মেসির দলবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর