Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড


৩১ আগস্ট ২০২০ ০১:৩৫

পাকিস্তানকে বিধ্বস্ত করে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ১-০’তে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেওয়া ১৯৬ রানের বিশাল লক্ষ্য ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। ডেভিড মালান এবং ইয়ন মরগানের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয় স্বাগিতকরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাবর আজম এবং মোহাম্মদ হাফিজের দুর্দান্ত অর্ধশতকে ১৯৫ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্ট্রো এবং টম ব্যান্টন। পাওয়ার প্লে থেকে এই দুই ওপেনার তুলে নেয় ৬৫ রান। এরপর ৭ম ওভারের ২য় এবং ৩য় বলে যথাক্রমে জনি বেয়ারেস্ট্রো (৪৪) এবং ব্যান্টন (২০) ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

তবে চতুর্থ উইকেট জুটিতে ডেভিড মালান এবং ইয়ন মরগান মিলে পাকিস্তানের বোলিং লাইন আপের ওপর তাণ্ডব চালায়। এই দুইয়ে মিলে গড়েন ১১২ রানের জুটি। আর দুইজনই তুলে নেন অর্ধশতক। জয়ের কাছে দলকে নিয়ে গিয়ে অবশ্য ফেরেন ইয়ন মরগান। দলীয় ১৭৮ রানে মরগান মাত্র ৩৩ বলে ৬৬ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর মঈন আলী (১) রানে ফিরলে কিছুটা চাপে পড়ে ইংলিশরা।

কিন্তু ডেভিড মালানের দৃঢ়তায় কোনো প্রকার অঘটন ঘটেনি। শেষ দিকে স্যাম বিলিংসকেও তুলে নিলে কেবল হারের ব্যবধান কমাতে পারে পাকিস্তান। ১৯ দশমিক ১ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মরগানরা। আর ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে যান মালান। এদিকে পাকিস্তানের শাদাব খান ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট আর বাকি দুটি উইকেট নেন হারিস রউফ।

বিজ্ঞাপন

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ বলে ৪ ছক্কা এবং ৫ চারের সাহায্যে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। আর অধিনায়ক বাবর ৪৪ বলে ৫৬ রান করেন। এছাড়া ২২ বলে ৩৬ রান করেন আরেক ওপেনার ফখর জামান। ইংল্যান্ডের হয়ে ৩২ রানে ২ উইকেট নেন স্পিনার আদিল রশিদ। আর একটি করে উইকেট পান ক্রিস জর্ডান ও টম কারান। শেষ পর্যন্ত ৪ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

স্কোর:

পাকিস্তান: ১৯৫/৪ (২০ ওভার) (হাফিজ ৬৯, বাবর ৫৬; রশিদ ২/৩২, জর্ডান ১/৪১)

ইংল্যান্ড: ১৯৯/৫ (১৯.১ ওভার) (মরগান ৬৬, মালান ৫৪*; সাদাব ৩/৩৪, রউফ ২/৩৪)

ফলাফল: ইংল্যান্ড ৫ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ী।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।

২য় টি-টোয়েন্টি ইয়ন মরগান টি-টোয়েন্টি সিরিজ ডাভিড মালান পাকিস্তান বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর