Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিলিজ ক্লজের তথ্য মিথ্যে, ফ্রি’তে বার্সা ছাড়তে পারবেন মেসি!


৩০ আগস্ট ২০২০ ১৮:০৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ২০:৪৯

লিওনেল মেসি চাইলেও তাকে কোনো মতেই ছাড়তে চাইছে না বার্সেলোনা, কাতালান ক্লাবটির অনিচ্ছা স্বত্ত্বে মেসিকে দলে ভেড়াতে হলে ৭০০ মিলিয়ন ইউরোর পুরোটা পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে- মেসির আলোচিত দলবদল বিষয়ে কদিন ধরে এই খবরই প্রচার হয়েছে গণমাধ্যমে। কিন্তু স্পেনের শীর্ষ রেডিও স্টেশন কাদেনা সার বোমা ফাটানোর মতো এক খবর প্রকাশ করলো। সংবাদমাধ্যমটির দাবি, মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে হবে এই খবরটি ভুয়া!

বিজ্ঞাপন

কাদেনা সার দাবি করেছে, মেসির সঙ্গে বার্সেলোনার সর্বশেষ চুক্তির একটা কপি তাদের হাতে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালে বার্সার সঙ্গে তিন বছরের চু্ক্তি হয়েছিল মেসির। এই তিন বছরের মধ্যে মেসি বার্সা ছাড়তে চাইলে আগ্রহী ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে হবে। চুক্তিতে উল্লেখ আছে তিন বছর শেষ হলে এক বছর চুক্তি বড়ানোর সুযোগ আছে। তবে সেই বছরের জন্য কোন রিলিজ ক্লজ থাকবে না। অর্থাৎ মেসি চতুর্থ বছরে ক্লাব ছাড়তে চাইলে আগ্রহী ক্লাবকে রিলিজ ক্লজ দিতে হবে না।

বিজ্ঞাপন

হিসেবে মতে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে সদ্য শেষ হওয়া মৌসুম শেষে। চুক্তি ছিল ২০১৭-১৮, ২০১১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমের জন্য। আসন্ন মৌসুমে অর্থাৎ ২০২০-২১ মৌসুমের জন্য তার রিলিজ ক্লজের বিষয়টি কার্যকর হবে না!

কাদেনা সারে’র দাবি সত্যি হলে, কোনো ঝামেলা ছাড়াই নতুন ঠিকানায় পাড়ি দিতে পারবেন তর্ক সাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফুটবলারটি। ‘বার্সেলোনায় থাকতে চাই না’ মেসি এক ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি প্রভাবশালী ক্লাব। গণমাধ্যমের খবর, এই দৌঁড়ে সবচেয়ে এগিয়ে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি।

এদিকে, আগামী মৌসুমকে সামনে রেখে অনুশীলন শুরু করার লক্ষ্যে আজ পিসিআর টেস্ট করা হয়েছে বার্সেলোনার ফুটবলারদের। এই টেস্টে উপস্থিত হননি মেসি। শোনা যাচ্ছে, বার্সেলোনার অনুশীলনেও যোগ না দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন মেসি। উল্লেখ্য, খেলোয়াড়দের শরীরে কোন রোগের উপস্থিতি আছে কিনা তা জানতে নতুন মৌসুমের আগে পিসিআর টেস্ট করানো হয়।

বার্সেলোনা ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি লিওনেল মেসির দলবদল

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর