বড্ড ভয়ে ছিলেন কোহলি
৩০ আগস্ট ২০২০ ১৭:২৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৭:২৭
বিরাট কোহলি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সেই গত ফেব্রুয়ারির ২৯ তারিখে। করোনাভাইরাসের কারণে মার্চ থেকে অন্য সবের মতো ক্রিকেটবিশ্বও পুরো স্থবির হয়ে পড়ে। তবে ক্রিকেটারদের জন্য ঘরবন্দী থাকাটা একটু বেশিই কঠিন ছিল। ব্যাট-বলের ঠুকঠাক বা শারীরীক ফিটনেস ধরে রাখার অনুশীলন যে তাদের নিত্যদিনের সঙ্গী! তাছাড়া লম্বা বিরতিতে সামর্থে মরচে পড়ার ভয়ও ছিল। বিরাট কোহলি বলছেন, লম্বা বিরতিটা তাকে বড্ড ভয়ই ধরিয়ে দিয়েছিল!
আইপিএলকে সামনে রেখে কদিন আগে ব্যাট-বলের অনুশীলনে ফিরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। লম্বা বিরতির কারণে শুরুর দিকে সবকিছু কেমন জানি নতুন নতুন লাগছিল ভারতীয় তারকার। তবে বললেন, যতোটা বাজে অবস্থায় থাকার কথা চিন্তা করেছিলেন তার চেয়ে ভালো অবস্থানেই আছেন।
অনুশীলনের ফাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওয়েবসাইটকে কোহলি বলেন, ‘সত্যি বলতে যেমনটা আশা করেছিলাম, এর চেয়ে অনেক ভালো ছিল অনুশীলন। আমি বেশ ভয়ে ছিলাম। গত পাঁচ মাসে আমি ব্যাট ধরিনি। তবে হ্যাঁ, সত্যিই প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছি।’
ফিটনেসের দিক থেকে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছেন কোহলি। ভারতীয় অধিনায়ককে ‘ফিটনেস আইকন’ মনে করেন অনেকে। লকডাউনের মধ্যেও তাতে মরচে পড়তে দেননি। কোহলির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যারা চোখ রাখতেন তারা সেটা ভালো করেই জানেন। ফিটনেস নিয়ে কাজ করার ভিডিও নিয়মিতই পোস্ট করতেন ভারতীয় তারকা। কোহলি বললেন, ওই প্রচেষ্টার সুফল পাচ্ছেন এখন।
তর্ক সাপেক্ষে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানটি বলেন, ‘লকডাউনের মাঝে আমি কিছুটা অনুশীলন করেছি। তাই নিজেকে ফিট মনে হচ্ছে, যা বেশ সাহায্য করছে। কারণ শরীর সতেজ থাকলে মাঠে ভালোভাবে প্রতিক্রিয়া দেখানো যায়। আমার মনে হয়, বল দেখার জন্য এখন বেশি সময় পাচ্ছি। এটা অনেক বড় একটা সুবিধা। অন্যথায় যদি বাড়তি ওজন নিয়ে মৌসুম শুরু করতে যান, তাহলে ঠিকভাবে নড়াচড়া করা যায় না। এটা তখন মানসিকভাবেও প্রভাব ফেলে।’
উল্লেখ্য, ভারতের করোনা পরিস্থিতি সন্তোষজনক না হওয়াতে এবারের আইপিল সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সবকিছু ঠিক থাকলে মরুর দেশটিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর।