Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে সাহায্য করায় বরখাস্ত বার্সার আইনি পরামর্শক সংস্থা


৩০ আগস্ট ২০২০ ১৬:৪৯

বার্সেলোনাকে আইনি পরামর্শ দেওয়া সংস্থা কুয়াত্রেকাসাসকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আর এর পেছনের কারণও লিওনেল মেসি। জানা গেছে সংস্থাটি লিওনেল মেসিকে ক্লাব থেকে ফ্রিতে চলে যাওয়ার উপায় খুঁজতে সাহায্য করছিল। আর বার্সেলোনার পিঠ পেছনে লিওনেল মেসিকে এভাবে সাহায্য করার কারণেই আইনি পরামর্শক এই সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ।

ধারণা করা হচ্ছে ক্লাবকে বুরোফ্যাক্স পাঠানোর পরামর্শও মেসিকে দিয়েছিল এই সংস্থা। সংবাদমাধ্যম ক্রোনিকা গ্লোবাল জানিয়েছে ক্যাম্প ন্যু কর্তৃপক্ষ এটা মেনে নিতে পারেনি যে তাদের আইনি পরামর্শকরা মেসিকে ক্লাব ছেড়ে যাওয়ার পরামর্শও দিবেন। আর তাই তো সংস্থাটির সঙ্গেই সকল সম্পর্ক ছিন্ন করেছে বার্সা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এর আগে কুয়াত্রেকাসাসের আইন বিশেষজ্ঞ হোর্হে পাকুর্তে জানিয়েছিলেন, মেসি চাইলে বার্সেলোনার সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারবেন। এবং চাইলে ফ্রিতেই ক্লাব ছাড়তে পারবেন।

এর আগে ২০১৭ সালে নেইমার জুনিয়র যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন সে সময় বার্সেলোনার স্বার্থ রক্ষার কাজটি করেছিল এই সংস্থাটি। এর আগে ট্যাক্স সংক্রান্ত ঝামেলায় পড়লে লিওনেল মেসিকে এই সংস্থার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জোসেপ বার্তোমেউ নিজেই। এবার যেন নিজেই খাল কেটে কুমির এনেছেন বার্তোমেউ।

আগেই ধারণা করা হয়েছিল রোববার (৩০ আগস্ট) বার্সেলোনার সকল খেলোয়াড়দের সঙ্গে করোনাভাইরাসের পরীক্ষা করাতে আসবেন না মেসি। অবশেষে হলোও তাই। ক্লাবের পক্ষ থেকে আয়োজিত পিসিআর টেস্ট করাতে আসেননি মেসি।

বিজ্ঞাপন

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল রোববার স্পেনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ক্লাবের অনুশীলন মাঠে এসে করোনাভাইরাসের পরীক্ষা করাবেন মেসি। কিন্তু শনিবারেই মেসি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন তিনি কোভিড-১৯ এর পরীক্ষা করাতে আসবেন না। আর ক্লাবকে জানিয়ে দিলেও অনেকে ধারণা করেছিল মেসি ক্লাবের নির্দেশনার বাইরে যাবেন না। তবে মেসি নিজের সিদ্ধান্তেই অনড় রইলেন।

আইনি পরামর্শক সংস্থা জোসেপ বার্তোমেউ বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর