Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএলে পোলার্ড ঝড়


৩০ আগস্ট ২০২০ ১০:৫৮

কইরন পোলার্ড যখন ক্রিজে গেলেন দল তখন পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে। জিততে হলে ওভারপ্রতি করতে হতো ১১ রানের বেশি করে। সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলও না। কঠিন পরিস্থিতিতে পোলার্ড দায়িত্বটা তুলে নিলেন নিজের কাঁধে। দুর্দান্ত একটা ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

শনিবার (২৯ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বোডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিশ্চিত করেছে পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্স। পোলার্ড মাত্র ২৮ বলে করেছেন ৭২ রান। কাল চার মারাতে খুব একটা আগ্রহ দেখা গেল না ক্যারিবিয়ান তারকার! ইনিংসে যে চার মেরেছেন ২টি আর ছক্কা ৯টি! অর্থাৎ চার-ছয় থেকে তুলেছেন ৬২ রান, ভাবা যায়!

বিজ্ঞাপন

২৯ বলে ৩২ রান করে ত্রিনবাগোর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিন্ডলে সিমন্স। বার্বাডোজের হয়ে দুই উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে বার্বাডোজ। ৩৭ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন জনসন চার্লস। ৪১ রান করেছেন কাইল মায়ার।

এদিকে, দিনের অপর ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল জ্যামাইকা। ৬১ বলে সর্বোচ্চ ৭৯ রান করেছেন গ্লেন ফিলিপস। পরে ১৯.৪ ওভারে ১১০ রান গুটিয়ে গেছে সেন্ট কিটস। জ্যামাইকার হয়ে কার্লোস ব্রাথওয়েট ১১ রানে তিন উইকেট নিয়েছেন।

কাইরন পোলার্ড সিপিএল ২০২০

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর