Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিউনিটি শিল্ডের শিরোপা আর্সেনালের


৩০ আগস্ট ২০২০ ১০:২২ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১২:৪৬

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা বড্ডই বাজে কেটেছে আর্সেনালের। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে ইংল্যান্ডের ক্লাবটি। তাতে কী! অন্যান্য প্রতিযোগিতাগুলোর শিরোপা ঠিকই ঘরে তুলছে আর্সেনাল। এফ এ কাপের শিরোপা জেতা দলটি কাল কমিউনিটি শিল্ডের শিরোপা নিশ্চিত করেছে। এবার প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য হয়ে ওঠা লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল।

বিজ্ঞাপন

এ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বার কমিউনিটি শিল্ডোর শিরোপা জিতল দলটি। ২১ বার শিরোপা জিতে সবার উপরে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় সর্বোচ্চ ১৫টি শিরোপা লিভারপুলের। কাল ওয়েম্বলি স্টেডিয়ামে শুরুর দিকে দারুণ ফুটবল খেলেছে লিভারপুল। গোছালো আক্রমণে আর্সেনালের রক্ষণে চাপ বাড়াতে থাকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটে ফ্রি-কিকে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কিন্তু অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়।

বিজ্ঞাপন

দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় আর্সেনাল। বাঁ দিক থেকে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমেরিক অবামেয়াং। এরপর চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারছিল না লিভারপুল। রোবের্তো ফিরমিনো, মোহাম্মদ সালাহ, সাদিও মানেকে নিয়ে গড়া আক্রমণভাগকে দ্বিতীয়ার্ধে অনেকটা ভোতাই মনে হলো। ৫৬ মিনিটে সহজ এক সুযোগ নষ্ট করেন মানে। গোলরক্ষককে একা পেয়েও গায়ে মেরে সুযোগ নষ্ট করেছেন লিভারপুল তারকা।

৭৩ মিনিটে স্বস্তির সমতায় ফিরতে পেরেছে লিভারপুল। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে সহজেই জালে জড়িয়ে দেন লিভারপুলের মিনামিনো। বাকি সময়ে বহু চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি কোন দল। যাতে টাইব্রেকারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে হয়েছে।

আর্সেনাল কমিউনিটি শিল্ড লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর