Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল-আমিন বললেন ‘প্রস্তুতি ভালো হচ্ছে’


২৯ আগস্ট ২০২০ ১৯:২৫

মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রিকেট বন্ধ সেই মার্চ থেকে। বন্ধ দুয়ারটা খুলতে পারে আগামী অক্টোবরে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হয়ে থাকা টেস্ট সিরিজটা খেলতে নামবে বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দ্বীপদেশটির উদ্দেশ্যে ঢাকার ছাড়ার কথা টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে তিন টেস্টের সিরিজটিকে সামনে রেখে অনেক আগে থেকেই অনুশীলন করে যাচ্ছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হকরা। ডানহাতি পেসার আল-আমিন হোসেন জানালেন, অনুশীলন ভালোই হচ্ছে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি একটু উন্নত হলে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছিলেন ক্রিকেটাররা। একটা পর্যায়ে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্বাবধানে দেশের বিভিন্ন ভেন্যুতে অনুশীলন শুরু করেন বেশ কয়েকজন ক্রিকেটার। পর্যায়ক্রমে অনুশীলনে ক্রিকেটারদের সংখ্যা বেড়েই চলেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেটের আমেজ’ দিন দিন গাঢ় হচ্ছে। এদিকে, শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহে কোচিং স্টাফও যুক্ত হচ্ছে অনুশীলনে। আল-আমিনের মতে, এতে অনুশীলনটা আরও জমজমাট হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ডানহাতি পেসার বলেন, ‘পরের সপ্তাহে আমাদের কোচিং স্টাফরা আমাদের মাঝে চলে আসবেন। আমরা আশা করছি তখন আরও ভালো অনুশীলনের সুযোগ-সুবিধা পাবো। এবং আরও ভালোভাবে নিজেদেরকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে পারবো।’

আল-আমিন বললেন, ‘আমরা শেষ দুই সপ্তাহ একক অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এজন্য স্বস্তি লাগছে। কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। ভার্চুয়ালি যেমন কোচদের মিটিং বা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন এতোদিন আমরা সেভাবে চলছিলাম। কিন্তু এখন মাঠের অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। (কোচরা এলে) সামনের সপ্তাহে হয়তো আরও পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।’

আল-আমিন তার সাত টেস্টের ক্যারিয়ারে শেষ ম্যাচটা খেলেছেন গত বছরের নভেম্বরে, ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে। তবে ষষ্ঠ টেস্ট থেকে সপ্তম টেস্টের মধ্যে সময়ের ব্যবধান পাঁচ বছরেরও বেশি! ছয় নম্বর টেস্ট ম্যাচটা খেলেছিলেন সেই ২০১৪ সালের অক্টোবরে।

ভারতের বিপক্ষে কলকাতায় ঐতিহাসিক দিবারাত্রীর টেস্টে বেশ ভালোই বোলিং করেছিলেন আল-আমিন। দল ইনিংস ব্যবধানে হারলে এক ইনিংসেই বোলিং করার সুযোগ পেয়েছিলেন। তাতে উইকেট নেন তিনটি। অনেকদিন পর ফিরে পাওয়া জায়গাটা নিশ্চয় ধরে রাখতে চাইবেন ৩০ বছর বয়সী পেসার।

আল আমিন হোসেন টপ নিউজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর