Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি নেইমার আছেন, রোনালদো নেই


২৯ আগস্ট ২০২০ ১৫:৫১

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা স্কোয়াডে জায়গা হয়নি জুভেন্টাসে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে অনুমিতভাবেই ২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ও পিএসজির সেরা তারকা নেইমার।

ইতালির ঘরোয়া ফুটবলে অনেক বছর ধরেই জুভেন্টাসের রাজত্ব। ইতালিয়ান ফুটবলে নিয়মিতই সাফল্য পেয়ে আসছেন ক্লাবটি। কিন্তু ইউরোপে অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়নস লিগে বারবার ব্যর্থ। সেই ব্যর্থতা ঘুচাতেই বিশাল বেতন-বোনাসের বোঝা মাথায় নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল ইতালির ক্লাবটি। দুই মৌসুমে সেই লক্ষ্য পূরণ হয়নি। এবার বাদ পড়তে হয়েছে শেষ ষোলো থেকেই।

বিজ্ঞাপন

ব্যক্তিগতভাবে রোনালদোও প্রত্যাশা মেটাতে পারেননি। পুরো মৌসুমে মাত্র ৪ গোল করেছেন পর্তুগাল সুপারস্টার, গোল করাতে পারেননি একটাও। এবার উয়েফার স্কোয়াডে জায়গা না পাওয়াটা ব্যর্থতার ষোলকলা পূর্ণ হলো পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের।

বার্সেলোনা থেকে মেসি ছাড়া অন্য কেউ স্কোয়াডে জায়গা পাননি। ফাইনাল খেলা পিএসজি থেকে নেইমার ছাড়াও কিলিয়ান এমবাপে ও মারকিনিওস স্কোয়াডে আছেন। অনুমিতভাবেই স্কোয়াড সবচেয়ে বেশি ফুটবলার আছে বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগের এবারের চ্যাম্পিয়ন ক্লাবটির নয় ফুটবলার আছেন উয়েফার সেরা একাদশে।

উয়েফার ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো), আন্থনি লোপেস (লিওঁ)।

ডিফেন্ডার: আলফনসো ডেভিস (বায়ার্ন), ইয়োশুয়া কিমিখ (বায়ার্ন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), দায়ত উপামেকানো (লাইপজিগ), আনহেলিনিও (লাইপজিগ), ডেভিড আলাবা (বায়ার্ন)।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: থিয়াগো (বায়ার্ন), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), হুসেম ওউয়া (লিওঁ), লিওন গোরেৎস্কা (বায়ার্ন), মার্সেল সাবিৎসার (লাইপজিগ), মারকিনিওস (পিএসজি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), টমাস মুলার (বায়ার্ন)।

ফরোয়ার্ড: সার্জ নাব্রি (বায়ার্ন), রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন), কিলিয়ান এমবাপে (পিএসজি), নেইমার (পিএসজি), লিওনেল মেসি (বার্সা), রাহিম স্টার্লিং (ম্যান সিটি)।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমার লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর