Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা


২৮ আগস্ট ২০২০ ১৯:৪১

নতুন মৌসুমে থিয়েগো সিলভার যে ক্লাব পরিবর্তন হচ্ছে সেটা আগেই জানা গিয়েছিল। এবারের মৌসুমে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ। চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়ে দিয়েছিল ফরাসি ক্লাবটি। সিলভার নতুন ঠিকানা ইংল্যান্ডের ক্লাব চেলসি।

‘ফ্রি ট্রান্সফার’ ফিতে ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইংল্যান্ডের ক্লাবটি। আজ শুক্রবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এসি মিলান থেকে ২০১২ সালে ডিফেন্ডারদের মধ্যে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন সিলভা। তারপর আট মৌসুমে ফ্রান্সের ক্লাবটির হয়ে খেলেছেন ৩১৫টি ম্যাচ। লম্বা সময়ে সাতটি লিগসহ পিএসজির হয়ে মোট ২৩টি শিরোপা জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

পিএসজি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন সিলভা। মূল ডিফেন্ডার হিসেবে খেলে আট মৌসুমে গোল করেছেন ১৭টি।

চেলসি থিয়েগো সিলভা পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর