Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির জন্য লোভনীয় প্রস্তাব নিয়ে প্রস্তুত সিটি


২৮ আগস্ট ২০২০ ১৫:২১ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১৭:৫০

বার্সেলোনা ছাড়তে চাই- লিওনেল মেসি একথা জানিয়ে দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বফুটবলে ঝড় চলছে। স্প্যানিশ গণমাধ্যম বলছে, মেসি অভিমান ভেঙে বার্সায় থেকে যেতে রাজি হলে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি আছেন জোসেফ মারিয়া বার্তোমেউ। তবে তাতেও আর্জেন্টিনা তারকার মন গলবে বলে মনে হচ্ছে না। এদিকে, মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। মেসিকে দলে পেতে লোভনীয় প্রস্তাব নিয়ে প্রস্তুত ইংল্যান্ডের ক্লাবটি।

বিজ্ঞাপন

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত দাবি করছে, মেসিকে পেতে ১০০ মিলিয়ন ইউরো সঙ্গে স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস, উইঙ্গার বের্নার্দো সিলভা ও ডিফেন্ডার এরিক গার্সিয়াকে দিয়ে দিতে রাজি ম্যানচেস্টারের ক্লাবটি।

এরিক গার্সিয়ার দিকে আগে থেকেই নজর ছিল বার্সার। বয়স বেড়ে যাচ্ছে জেরার্ড পিকের। ফলে তার জায়গায় আগে থেকেই একজন রক্ষণের নেতা প্রস্তুত রাখতে চায় বার্সা, এতে গার্সিয়া তাদের অন্যতম পছন্দ। আর বার্সা নতুন কোচ রোনাল্ড কোম্যান এসেই জানিয়ে দিয়েছেন, লুইস সুয়ারেজ তার পরিকল্পনায় নেই। অর্থাৎ উরুগুয়ান স্ট্রাইকারের জায়গায় একজন স্ট্রাইকার প্রয়োজন বার্সার। সে জায়গার বিকল্প হতে পারেন গ্যাব্রিয়েল জেসুস। ফলে জেসুস, গার্সিয়াকে নিয়েই প্রস্তাবনা সাজিয়েছে সিটি।

বার্সেলোনা এসব প্রস্তাবে রাজি হয় কিনা সেটাই দেখার বিষয়। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, মেসিকে ধরে রাখতে সম্ভাব্য সব কিছুই করতে রাজি কাতালান ক্লাবটি। প্রয়োজনে মেসির বিরুদ্ধে আদালতে যেতেও প্রস্তুত বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম এসএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দলের ‘মধ্যমণি’ হওয়ার পরও কেন চলে যেতে চাইছেন মেসির কাছে তার ব্যাখ্যা চাইবে বার্সেলোনা।

বার্সেলোনা ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি লিওনেল মেসির দলবদল

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর