Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগের সেরা গোলের পুরস্কার রোনালদোর


২৭ আগস্ট ২০২০ ২২:৫৭

দর্শকদের ভোটে এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা গোলের পুরস্কার জিতেছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাসের বাদ পড়ার দিনে লিঁওর বিপক্ষে করা রোনালদোর অসাধারণ গোলটিই সবচেয়ে বেশি ভোট পেয়েছে।

ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে এবারের মৌসুমটা ভালো কাটেনি রোনালদোর। শেষ ষোলো থেকেই বাদ পড়েছে তার দল জুভেন্টাস। অথচ চ্যাম্পিয়নস লিগের সাফল্য ধরার জন্যই তাকে দলে ভিড়িয়েছিল ইতালির ক্লাবটি। দলীয়ভাবে ভালো খেলতে পারেনি জুভেন্টাস। রোনালদোও তেঁড়েফুঁড়ে খেলতে পারেননি। গোল করেছেন মাত্র ৫টি। এর মধ্যেও সেরা গোলের পুরস্কার জেতাটা ক্ষতে হালকা প্রলেপই হয়তো দিবে রোনালদোর! লিঁও বিপক্ষে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে তড়িৎ দুরপাল্লার এক শটে দৃষ্টিসুখকর গোলটি করেছিলেন সিআর সেভেন।

বিজ্ঞাপন

১০টি সুন্দর গোলের ভিডিও পোস্ট করে সমর্থকদের সেরা গোল বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিল উয়েফা। তাতে রোনালদোর চেয়ে কম ভোট পেয়ে দুই নম্বরে আছেন মার্সেল সাবিৎসার। জেনিতের বিপক্ষে ডি-বক্সের ভেতর থেকে গোল করেছিলেন লাইপজিগের মিডফিল্ডার। গ্রুপ পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে করা জুভেন্টাসের হুয়ান কুয়াদ্রাদোর গোলটি তৃতীয় হয়েছে।

ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার লুইস সুয়ারেজের করা দারুণ গোলটি আছে চার নম্বরে। পাঁচে আছে লিঁওর বিপক্ষে সার্জ নাব্রির বাঁকানো শটে করা গোলটি। লিওনেল মেসির কোন গোল সেরা দশেও জায়গা পায়নি। অবশ্য নাপোলির বিপক্ষে সবাইকে বোকা বানিয়ে মেসির করা গোলটা এবারের মৌসুমের অন্যতম সেরাও মনে করছিলেন অনেকে।

বিজ্ঞাপন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর