Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাকেঞ্জির দীক্ষায় আফিফের পথ চলা


২৭ আগস্ট ২০২০ ১৭:৫০

অতিমারির কারণে ঘরবন্দী সময়টি সতীর্থদের মত স্রেফ ফিটনেস অনুশীলনেই কেটেছে আফিফ হোসেন ধ্রুবর। ব্যাটিং, বোলিং কিছুই করা হয়ে উঠেনি। এবং সেটা নিয়ে ভাবনারও অন্ত ছিল না। তবে যেহেতু তিনি ব্যাটিং অলরাউন্ডার তাই বোলিং ছাপিয়ে ব্যাটিং নিয়েই বেশি ভাবতে হয়েছে। ঠিক সেসময় ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হয়েছেন সদ্য বিদায়ী ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। মহামারিকালে বিসিবির আয়োজনে অনুষ্ঠিত অনলাইন ক্লাসে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান বাতলে দিয়েছেন টেকনিক। তার সেই মন্ত্রকেই পাথেয় হিসেবে নিয়েছেন উদীয়মান এই টাইগার।

বিজ্ঞাপন

‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। তো আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিল নিল ম্যাকেঞ্জি তার সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। আর ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলো আয়ত্ত্ব করতে পারলে হয়তো আরও ভালো করতে পারবো।’

করোনাকালে গত ১৯ জুলাই আইসিসির গাইডলাইন অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে দেশের ৪ ভেন্যু; মিরপুর শের ই বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটারদের একক অনুশীলন ফেরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আফিফ অবশ্য যোগ দিয়েছেন ঈদের পরে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুশীলন সেরে জানালেন কীভাবে নিজেকে প্রস্তুত করছেন।

‘লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গেছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছে তা বাসায় করার চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো অনেক বুস্ট আপ করেছে। আর এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যেসব সেশন দরকার তা করতে পারছি। তো আশা করি এগুলো সামনে ভালো কাজে দিবে।’

‘সকল খেলা বন্ধ ছিল, অবশ্যই এটা খেলোয়াড় হিসেবে কঠিন। সামনে খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি সে আশাই রাখি। আর আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।’

পারিবারিক কারণ দেখিয়ে গত শুক্রবার (২১ আগস্ট) হুট করেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। অক্টোবরে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর থাকায় বিসিবিও নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে সময় নেয়নি। সপ্তাহ না ঘুরতেই গত পরশু নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও কোচ ক্রেইগ ম্যাকমিলানকে আসন্ন এই সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় টাইগার প্রশাসন। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় মুমিনুলদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে তিনি যোগ দিবেন। তার আগ পর্যন্ত অবশ্য সাবেক কোচের দেখানো পথই টিম টাইগার্সকে অনুসরণ করতে হচ্ছে।

বিজ্ঞাপন

আফিফ হোসেন ধ্রুব টপ নিউজ নিল ম্যাকেঞ্জি বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর