কোহলি-অনুস্কা পরিবারে তৃতীয় সদস্যের আগমনী বার্তা
২৭ আগস্ট ২০২০ ১১:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ ১৩:২৯
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পরিবারে আসতে চলেছে তৃতীয় সদস্য। বলিউড অভিনেত্রী আনুস্কা শর্মা এবং কোহলির পরিবারের প্রথম সন্তানের আগমনী বার্তা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছেন এই দুই তারকা।
আগামী ২০২১ সালের জানুয়ারিতে তাদের সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য সময়ও জানিয়েছেন কোহলি এবং অনুস্কা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী অনুস্কা শর্মার সঙ্গে ছবি দিয়ে কোহলি লিখেছেন, ‘এবং আমরা তিনজন হতে যাচ্ছি। জানুয়ারি ২০২১ এ আসছে।’
জনপ্রিয় দুই তারকার এমন খবরে ভক্ত সমর্থকদের অভিনন্দন এবং শুভ কামনায় সিক্ত তারা। ৩২ বছর বয়সী কোহলি এবারই প্রথম বাবা হতে যাচ্ছেন। আর শেষবার অনুস্কা শর্মাকে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ সিনেমায়। এরপর, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা অনুস্কা শর্মা ও বিরাট কোহলি। ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট ‘বুর্গ ফিনিচ্চিয়াতো’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।
আনুস্কা শর্মা তৃতীয় সদস্যের আগমন প্রথম সন্তানের আগমন বিরাট কোহলি