Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত সাদমান


২৬ আগস্ট ২০২০ ১৯:২৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৯:২৪

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কাগামী বিমানে চড়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। করোনাভাইরাসের কারণে লঙ্কানদের বিপক্ষে স্থগিত হয়ে পড়া তিন ম্যাচের টেস্ট সিরিজটা মাঠে গড়াবে অক্টোবরে। সম্প্রতি সাদা পোশাকের ক্রিকেটে ওপেনিংয়ে তামিম ইকবালের নিয়মিত সঙ্গী সাদমান ইসলাম জানালেন, চোট কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তিনি প্রস্তুত।

বাঁহাতের কব্জির চোটটা অনেকদিন ধরেই ভোগাচ্ছিল সাদমানকে। অস্ট্রেলিয়ায় গিয়ে সেটার সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছিলেন গত ১৭ মার্চ। মহামারী করোনাভাইরাসের কারণে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় তার কদিন পর থেকেই। ফলে পূনর্বাসন প্রক্রিয়াটা ঠিকভাবে এগিয়ে নিতে পারেননি। দেশে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করাতে বিসিবি ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর উদ্যোগ নিলে ঠিকভাবে পূনর্বাসন শুরু করতে পেরেছেন সাদমান। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন, খেলার মতো অবস্থায় পৌঁছে গেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় সাদমান বললেন, ‘রিহ্যাব বা লম্বা বিরতির পরে এখন তো কোনো খেলা হচ্ছে না। সামনে আমাদের একটা সিরিজ আছে (শ্রীলঙ্কা সিরিজ)। অথবা দেশের কোনো ঘরোয়া খেলা শুরু হবে। আমি আগে যেভাবে অনুশীলন করতে পারতাম এখনও সেভাবে অনুশীলন করতে পারছি। আগে যেভাবে ব্যাটিং করতে পারতাম, এখনও তেমনটা পারছি। তো আশা করছি সামনে খেলা শুরু হলে বেশ ভালো ভাবেই শুরু করতে পারবো।’

অস্ত্রোপচারের পরই লকডাউন শুরু হয়ে যায় বলে প্রথম দিকে ফেরার যুদ্ধ করতে হয়েছে একা একাই। সেই গল্পগুলোও শোনালেন সাদমান, ‘সার্জারির জন্য যখন অস্ট্রেলিয়া যাওয়া হয়েছিল, দেশে ফেরার তিন-চার দিন পরইলকডাউন শুরু হলো। তখন আমার তেমন ট্রিটমেন্ট করা হয়নি। তখন এলাহী স্যারের (কোচ) সঙ্গে কথা হয়েছিল। বাসায় কিছু কাজ দেয়া হয় আমাকে। আর আস্তে আস্তে আমার হাতের অবস্থা ভালো হওয়া শুরু হলে আমি ব্যাটিং অনুশীলন শুরু করলাম। রিহ্যাবে যে কাজগুলো দিয়েছিল সেগুলো শুরু করেছিলাম। আড়াই মাসের মতো কাজ করার পর একাডেমীতে মাঝে মাঝে ব্যাটিং ড্রিল করতাম, রানিং করতাম। জিমটা করতাম। আর এখনতো ক্যাম্প শুরু হয়েছে।’

বিজ্ঞাপন

হাতের অবস্থা ভালো হলে বোলিং মেশিনের সামনে ব্যাটিং শুরু করেন সাদমান। জানালেন, প্রথমে ভয়ই লেগেছিল, ‘লকডাউনের পরে বা ঈদের পরে আমি কোথাও অনুশীলন শুরু করিনি। ব্যাটিং করা হয়নি বা মেশিনে লম্বা সময় ব্যাটিং করা হয়নি। একাডেমীতে আমি ড্রিল করেছি। এখানে এসে যখন ব্যাটিং করলাম মেশিনে তখন শুরুতে একটু ভয় হচ্ছিলো। এর আগে তো ব্যাটিং করা হয়নি। ভেবেছিলাম ব্যথা লাগতে পারে। কিন্তু প্রথম দিন ব্যাটিং করার পর আল্লাহর রহমতে ব্যথা অনুভব করিনি। এখন তো আমাদের বোলাররা বোলিং করছে। খুব ভালো লাগছে। ব্যথা নেই এখন।’

জাতীয় দলের হয়ে ছয় টেস্ট খেলা সাদমান অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক। অভিষেকেই ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যান পরে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন বারবার। অভিষেকের ৭৫-ই হয়ে আছে ক্যারিয়ার সর্বোচ্চ, ছয় টেস্টে মোট রান ২৭৫, গড় ২৫।

সাদমান সর্বশেষ টেস্ট খেলেছেন ভারতের বিপক্ষে। কলকাতায় আলোচিত দিবারাত্রীর টেস্টে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন, প্রথম ইনিংসে করেন ২৯ রান। এর আগে ইনদোর টেস্টের দুই ইনিংসেই ৬ রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কায় খেলতে নামতে পারলে নিশ্চয় এসব পরিসংখ্যান ছাড়িয়ে যেতে চাইবেন!

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সাদমান ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর