Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের কাছে বগুড়ার উইকেটই সেরা


২৫ আগস্ট ২০২০ ১৮:০৭

করোনাকালে হোম অব ক্রিকেট মিরপুরের আউটডোরে ব্যাটিংয়ের সুযোগ পাননি মুশফিকুর রহিম। অতিমারির কারণে বিসিবি’র নেওয়া সতর্কতার অংশ হিসেবে চতুর্থ ধাপের প্রথম দিন পর্যন্ত শের-ই-বাংলার ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং করেই তুষ্ট থাকতে হয়েছে দেশ সেরা এই ব্যাটসম্যানকে। ফলে খোলা আকাশের নিচে কিংবা নেটে তার স্কিল অনুশীলন হয়ে উঠেনি। অবশেষে করলেন নিজ শহর বগুড়ায় গিয়ে।

গত রোববার ঢাকা থেকে শেকড়ের কাছে বগুড়ায় গিয়েছেন মুশি। একদিন বিশ্রাম নিয়ে বিসিবি’র সূচি অনুযায়ী মঙ্গলবার (২৫ আগস্ট) শহীদ চান্দু স্টেডিয়ামে করেছেন ব্যাটিং। নিজের ফেইসবুক পেইজে অনুশীলনের যে ভিডিওটি তিনি আপলোড করেছেন, সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে, খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে ব্যাটিং ভীষণ উপভোগ করছিলেন লাল সবুজের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্থানীয় নেট বোলারদের সামলেছেন দক্ষ হাতেই। পুরো ব্যাটিং সেশন জুড়েই ছিল শটসের বৈচিত্র্য।

বিজ্ঞাপন

অনুশীলন শেষে ফেইসবুকে আপলোড করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই সম্ভবত দেশের সেরা টার্ফ উইকেট। ভাল সময় কেটেছে।’

বগুড়ার শহীদ চান্দু সেটডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ গড়িয়েছিল ২০০৬ সালের ডিসেম্বরে। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডের তৃতীয়টি খেলেছিল স্বাগতিক বাংলাদেশ।

অনুশীলন ফিরিয়েছে বিসিবি বগুড়ায় অনুশীলন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর