Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে সহ-সভাপতি মহি করোনায় আক্রান্ত


২৪ আগস্ট ২০২০ ১৯:৪৫

ঢাকা: করোনা মহামারির থাবা শুরু থেকেই পড়ে আছে দেশের ক্রীড়াঙ্গনে। করোনায় আক্রান্তদরর তালিকা্রড যোগ হলেন আরেক সংগঠক। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ মহি।

আজ সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে বাফুফে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রবিবার (২৩ আগস্ট) কোভিড টেস্ট করে পজিটিভ হয়েছেন এই ফুটবল সংগঠক।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকার গোপীবাগে নিজ বাসভবনে অবস্থান করছেন। তিনি দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মহিউদ্দিন আহমেদ মহির দ্রুত আরােগ্য কামনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মাে: সালাহ্উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তাগণ, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত বাফুফে মহিউদ্দিন আহমেদ মহি