Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীরে এসে তরী ডোবার যন্ত্রণা সইতে কষ্ট হচ্ছে নেইমার-এমবাপের


২৪ আগস্ট ২০২০ ১২:২৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১২:২৭

ম্যাচের শেষ বাঁশি বাজার পরই উল্লাসে মেতে উঠলেন বায়ার্ন মিউনিখে ফুটবলার, স্টাফরা। কিন্তু সেসব উপেক্ষা করে টিভি ক্যামেরা বারবার ঘুরে যাচ্ছিল নেইমারের দিকে। পিএসজি তারকা যে অঝোড়ে কাঁদছেন! চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলের হারটা মানতে পারছিলেন না পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার।

পিএসজির হার নিশ্চিত হতেই মাথা ঝুলিয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার। মাঠ ছেড়ে সাইডবেঞ্চে এসে বসলেন একটা সময়, কিন্তু কান্না থামছিল না। অবস্থা এমনই দাঁড়ালো যে, শিরোপা উৎসব বাদ দিয়ে বায়ার্ন মিউনিখের কোচ, খেলোয়াড়রা নেইমারকে শান্ত করার চেষ্টা করতে থাকলেন। কিলিয়ান এমবাপে তখন পাথরে গড়া এক মূর্তি! শেষ বাঁশি বাজতেই শূন্য দৃষ্টিতে মাঠে ঠাই দাঁড়িয়ে পড়লেন ফরাসি তরুণ। বুঝাই যাচ্ছিল, ভেতরটা ভেঙে যাচ্ছে এমবাপের।

বিজ্ঞাপন

নেইমার, এমবাপেকে দলে ভেড়াতে ৪০ কোটি ২০ লাখ ইউরো খরচ করতে হয়েছে পিএসজিকে। ট্রান্সফার ফি’র হিসেবে দুজন বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জিততেই তাদের পেছনে টাকার বস্তা ঢেলেছে ফরাসি ক্লাবটি। একদম কাছে এসে সেই লক্ষ্য পূরণ না হলে খারাপ তো লাগবেই।

ম্যাচে বায়ার্নের অভিজ্ঞতার কাছেই বুঝি মার খেলো পিএসজি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জার্মানির ক্লাবটি ম্যাচের নিয়ন্ত্রণ এমনভাবে নিয়ে নিল যে নেইমার সেভাবে বলের জোগানই পেলেন না। যেগুলো পেলেন তা থেকে কিছু সুযোগ তৈরি করতে পেরেছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি ডি মারিয়া, এমবাপেরা। শেষ দিকে তাড়াহুড়ো করতে গিয়ে সুযোগও তৈরি করে দিতে পারছিলেন না ঠিকমতো। দিন শেষে ১-০ গোলের স্বপ্নভঙ্গের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারদের।

বিজ্ঞাপন

তীরে এসে এভাবে তরী ডুবার হতাশা মানতে কষ্ট হচ্ছে নেইমার, এমবাপেদের। কিলিয়ান এমবাপে টুইটারে লিখেছেন, ‘সেরা পুরস্কারটি না পেয়ে বছর শেষ হওয়ায় হতাশ, কিন্তু জীবন এমনই। আমরা সবকিছু দিয়েই চেষ্টা করেছি। বায়ার্নকে অভিনন্দন। এবং আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।’

নেইমার টুইটারে লিখেছেন, ‘হেরে যাওয়া খেলার একটি অংশ। তবে আমরা সবকিছুই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ এবং বায়ার্নকে অভিনন্দন।’

পিএসজি কোচ টমাস টুখেল অবশ্য নেইমার-এমবাপেদের কাঁধে আস্থার হাতটা রাখছেন। ম্যাচ শেষে টুখেল বলেছেন, ‘আমরা চাই নেইমার ও কিলিয়ান গোল করুক কিন্তু সব সময় তো সেটা আশা করতে পারেন না। আমি গর্বিত কারণ নেইমার খুবই দারুণ ম্যাচ খেলেছে, সে তার মানসিক শক্তি দেখাতে পারছে। কিলিয়ানের জন্য কাজটা কঠিন ছিল, খুবই বাজে একটা চোট পেয়েছিল, অনেক অনুশীলন করতে পারিনি। সে আমাদের সঙ্গে আজ মাঠে ছিল, এটাই অলৌকিক।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিলিয়ান এপবাপে নেইমার পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর