Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড দ্বিতীয় ইউরোপিয়ান ট্রেবল জয় বায়ার্নের


২৪ আগস্ট ২০২০ ০৪:০২

ইউরোপিয়ান ট্রেবল নির্দিষ্ট কোনো শিরোপা না হলেও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুটের পালক বলা যেতেই পারে। এর জন্য আলাদা করে কোনো শিরোপা প্রদান করা না হলেও নিশ্চিত হয় একটি দল পুরো মৌসুম জুড়েই ইউরোপের সেরা দল হিসেবে পারফর্ম করেছে তা। ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা এক মৌসুমে জিতলেই ধরা হয় ইউরোপিয়ান ট্রেবল।

আর বায়ার্ন মিউনিখ ২০১৯/২০ মৌসুমে রেকর্ড দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করল। এর আগে ২০১২/১৩ মৌসুমে ইয়াপ হেইঙ্কিসের অধীনে এই সম্মাননা অর্জন করেছিল বাভারিয়ানরা। এই মৌসুমে জার্মান বুন্দেস লিগা এবং জার্মান কাপ ডিএফবি পোকাল আগেই নিশ্চিত করে বায়ার্ন। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই নিশ্চিত হয়ে যেত ট্রেবল। অবশ্য প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেইও শিরোপা জিতলে নিশ্চিত হতো তাদের ট্রেবল। কেননা ২০১৯/২০ মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং ফরাসি কাপ চ্যাম্পিয়ন পিএসজি। যেখানে অপেক্ষা ছিল কেবল ইউরোপের শ্রেষ্ঠত্বের।

বিজ্ঞাপন

বাভারিয়ানরা অবশ্য এককভাবে সর্বোচ্চ ট্রেবলের মালিক হতে পারেনি। তারা বার্সেলোনার গড়া রেকর্ডে ভাগ বসিয়েছে। ২০০৮/০৯ মৌসুমে নিজেদের ইতিহাসের প্রথম ট্রেবলের স্বাদ পায় বার্সা, এরপর ২০১৪/১৫ মৌসুমে একমাত্র ক্লাব হিসেবে দ্বিতীয়বার এই সম্মাননা অর্জন করে বার্সা। আর এবারের বার্সার একক আধিপত্যে হানা দিল বাভারিয়ানিরা।

ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসের বায়ার্ন মিউনিখসহ মাত্র সাতটি ক্লাব ট্রেবলের সম্মননা অর্জন করেছে। যার শুরুটা স্কটিশ ক্লাব সেল্টিকের হাত ধরে। ১৯৬৬/৬৭ মৌসুমে স্কটিশ ফুটবল লিগ, স্কটিশ কাপ এবং ইউরোপিয়ান কাপ (সে সময় চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ) জয় করে ইউরোপিয়ান ট্রেবল পূর্ণ করে সেল্টিক।

বিজ্ঞাপন

সেল্টিকের পর ১৯৭১/৭২ মৌসুমে দ্বিতীয় ক্লাব হিসেবে আয়াক্স এই সম্মাননা অর্জন করে। এরপর একে একে ১৯৮৭/৮৮ মৌসুমে আরেক ডাচ ক্লাব পিএসভি, ১৯৯৮/৯৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৮/০৯ মৌসুমে বার্সেলোনা; ২০০৯/১০ মৌসুমে ইন্টার মিলান; ২০১২/১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখ; ২০১৪/১৫ মৌসুমে বার্সেলোনার দ্বিতীয় এবং ২০১৯/২০ মৌসুমে বায়ার্ন মিউনিখ নিজেদের দ্বিতীয় ট্রেবল নিশ্চিত করে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগ জয় ট্রেবল জয় বায়ার্ন মিউনিখ রেকর্ড দ্বিতীয় ট্রেবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর