Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসি হল অব ফেমে ক্যালিস, আব্বাস ও লিসা


২৩ আগস্ট ২০২০ ২২:২৪

২০২০ সালে আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন কিংবদন্তি তিন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, পাকিস্তানের জহির আব্বাস ও অস্ট্রেলিয়া নারী দলে সাবেক অলরাউন্ডার লিসা স্টালেকার।

এই তিনজনকে নিয়ে আইসিসির হল অব ফেমের মোট সদস্য সংখ্যা দাঁড়াল ৯৩ জন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বছর পর এই স্বীকৃতির জন্য বিবেচিত হন ক্রিকেটাররা।

আজ রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগামাধ্যমে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিন কিংবদন্তিকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন পোলাক ও মেলানি জোন্স। স্বীকৃতি পাওয়াদের অভিনন্দন জানাতে পরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।

দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অলরাুন্ডার ভাবা হয়। টেস্ট ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রানের মালিক ক্যালিস। একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডেতে দশ হাজারের বেশি রান আছে তার। অবসর নেওয়ার আগে তিন সংস্করণ মিলিয়ে ২৫ হাজারের বেশি রান করেছেন ক্যালিস। উইকেট নিয়েছেন পাঁচশর বেশি।

হল অব ফেমে জায়গা পাওয়ায় ক্যালিস বলেছেন, ‘আইসিসি হল অব ফেমে জায়গা পাওয়া অনেক বড় সম্মান। যখন খেলতে শুরু করেছিলাম, এমন কিছু তখন আমার ভাবনাতেও ছিল না। খেলাটায় যে সাফল্য পেয়েছি, যা কিছু অর্জন করেছি, যেগুলো নিয়ে আমি সত্যিই গর্বিত, সেসবের স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার।’

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন জহির আব্বাস নিজের প্রতিক্রিয়া বলেছেন, ‘আইসিসির হল অব ফেমে জায়গা পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান ও সম্মানিত মনে করছি। কীর্তিমান সব ক্রিকেটারের মধ্যে নিজেকে দেখতে পেরে আমি রোমাঞ্চিত।’ প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র এশিয়ান ক্রিকেটার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও কিংবদন্তি। ১৯৮৩-৮৪ সালে টানা ২১৫ দিন ছিলেন ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।

অস্ট্রেলিয়া নারী দলের হয়ে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা লিসা ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন টানা ৯৩৪ দিন। ওয়ানডেতে ১ হাজার রান ও ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার তিনি। হল অব ফেমে জায়গা পেয়ে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমি দারুণ সম্মানিত বোধ করছি। আমার সুদূরতম কল্পনাতেও কখনও ভাবতে পারিনি, এরকম বর্ণাঢ্য ক্রিকেটারদের তালিকায় আমার নাম থাকবে।’

আইসিসি জহির আব্বাস জ্যাক ক্যালিস হল অব ফেম