টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাকেঞ্জি
২১ আগস্ট ২০২০ ২১:১৭ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ২১:৩৮
ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নীল ম্যাকেঞ্জি। সাবেক দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ম্যাকেঞ্জির সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিই তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ‘নেইল আমাদেরকে জানিয়েছে যে, করোনার কারণে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে তিনি দক্ষিণ আফ্রিকায় তার পরিবারের সঙ্গে থাকাটাই গুরুত্বপূর্ণ মনে করছেন। তার চলে যাওয়াটা আমাদের জন্য হতাশার কিন্তু আমরা তার যাওয়ার কারণ বুঝতে পেরেছি এবং তা সম্মান করি।’
‘তিনি এখানে কোচ হিসেবে তার কাজের জন্য প্রশংসিত। এবং আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এজন্য যে, তার তত্ত্বাবধানে সাদা বলের ক্রিকেটে এদেশের ব্যাটসম্যানরা বেশ উন্নতি করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।’ যোগ করেন সিইও।
এদিকে ম্যাকেঞ্জির বরাত দিয়ে বিসিবি জানিয়েছে, সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কঠিন ছিল যেহেতু বাংলাদেশের সঙ্গে তার অসংখ্য স্মৃতিময় মুহূর্ত আছে। ম্যাকেঞ্জি জানান, ‘যেহেতু কোচ হিসেবে আমি আমার কাজ উপভোগ করেছি সেহেতু ভূমিকাটি ছাড়া আমার জন্য কঠিন ছিল। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই আমি আমাকে দলের অংশ হিসেবে মনে করেছি এবং দারুণ সব সুখ স্মৃতি নিয়েই আমি বিদায় নিচ্ছি।’
‘তবে আমি বাংলাদেশের অসাধারণ ক্রিকেটারদের খেলা দেখব। এবং যদি আবার কখনো সুযোগ হয় তাদের সঙ্গে কাজ করব।’ যোগ করেন ম্যাকেঞ্জি।