Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবারের স্বার্থেই সরে দাঁড়ালেন ম্যাকেঞ্জি


২১ আগস্ট ২০২০ ১৯:০১ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ১৯:১১

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নেইল ম্যাকেঞ্জি। এবং এই মর্মে ইতোমধ্যেই তিনি নিজ কর্মস্থল বিসিবিকে নিজের পদত্যগ পত্র পাঠিয়ে দিয়েছেন। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যান কোনভাবেই চাচ্ছেন না মহামারির সময় নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়ে অন্যদেশ ভ্রমন করে পরিবারকে সংকটে ফেলতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সঙ্গে তার চুক্তিটা কেবল সাদা বলের ক্রিকেটেই হয়েছিল। কিন্তু তবুও মাঝেমধ্যে লাল বলের ক্রিকেটে টাইগারদের পরামর্শকের ভুমিকায় তাকে দেখে গেছে। সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তাই বিসিবি খুব করে চাইছিল যেন সফরে দলের সঙ্গে ম্যাকেঞ্জি থাকেন। ম্যাকেঞ্জিও না করেননি। কিন্তু হঠাৎ করেই বিসিবির সব পরিকল্পনায় পানি ঢেলে দিল করোনা!

বিজ্ঞাপন

একেবারেই তরুণ একটি পরিবারের সদস্যদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এই সময় দেশের বাইরে ভ্রমন সমিচীন মনে করছেন না বলেই বিসিবিকে না বলে দিয়েছেন এই প্রোটিয়া কোচ। এখানে শেষ করলেও বোধ হয় ঠিক ছিল। কিন্তু তিনি যে একেবারে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন!

শুক্রবার (২১ আগস্ট) হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকা থেকে সারাবাংলাকে তিনি এখবর নিশ্চিত করেছেন।

ম্যাকেঞ্জি বলেছেন, ‘হ্যাঁ, আমি আমার পদ থেকে পদত্যাগ করেছি। এর পেছনে প্রধান কারণ হল, এই সময়ে আমার পরিবার থেকে দূরে থাকা সম্ভব নয়। আমার পরিবারটি একেবারেই তরুণ। তাদের ছেড়ে কভিড পরিস্থিতে আমি দূরে থাকতে চাচ্ছি না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করেতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি।’

এদিকে বিসিবিও তার বদলি খুঁজতে শুরু করে দিয়েছে। যদিও সিইও নিজাম উদ্দিন তার পদত্যাগের বিষয়টি সরাসরি স্বীকার করেননি। ‘পদত্যাগ করেছে বলতে, বিষয়টি হচ্ছে ওর সঙ্গে আমাদের সাদা বলের চুক্তি ছিল। কিন্তু কভিডের আগে আলোচনা হয়েছিল লাল-সাদা অর্থাৎ টেস্ট ওয়ানডে, টিায়েন্টি তিন ফর্মেটেই উনি কাজ করবেন। কিন্তু কিছুদিন আগে তিনি জানান এটা করতে পারবেন না এবং কভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বিসিবির সঙ্গে কাজ করতে চান। আমরাতো কারো জন্য বসে থাকতে পারব না। আমাদের তো কাউকে না কাউকে নিতে হবে। পরিস্থিতি হচ্ছে এটা। ওর পরিবারের সদস্যরা যেহেতু তরুণ তো বর্তমান পরিস্থিতিতে ওর পক্ষে কাজ করা সম্ভব না। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকাটাই প্রথম ও প্রধান। সে যেহেতু পারছে না আমারাও কাউকে নিয়ে নিব।’

বিজ্ঞাপন

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।

টপ নিউজ নেইল ম্যাকেঞ্জি বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর