Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিঠি পেয়ে মোদিকে ধোনির ধন্যবাদ


২১ আগস্ট ২০২০ ১৬:০১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর শুভেচ্ছা বৃষ্টিতে ভাসছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানসূচক চিঠি পেলেন ধোনি। চিঠি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুল করেননি ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক।

গত ১৫ আগস্ট ইনস্টাগ্রামের এক পোস্টে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ধোনি। লিখেছিলেন, ‘এখন থেকে আমাকে অবসরপ্রাপ্ত ধরে নিন’। সঙ্গে জুড়ে দিয়েছিলেন একটি ভিডিও। ১৬ বছরের ক্যারিয়ারের স্মৃতিময় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ভিডিওতে লাগিয়ে দেন অমিতাভ বচ্চনের ‘কাভি কাভি’ সিনেমার মুকেশের গাওয়া গান ‘মে পাল দো পাল শায়ের হু’। গানটার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি দু’এক মুহূর্তের কবি, আমার গল্প কেবল দু’এক মুহূর্তের জন্যেই।’

বিজ্ঞাপন

অন্য সবার মতো ধোনির বিদায় বলার এই ধরন নজর কেড়েছে মোদিরও। চিঠিতে তিনি লিখেছেন, ‘নিজস্ব স্টাইলে ছোট যে ভিডিওটি শেয়ার করেছেন, তা পুরো জাতির আলোচনার বিষয় হয়ে গেছে। আপনি ক্রিকেট ছাড়ায় ১৩০ কোটি ভারতীয় দুঃখিত। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটের প্রতি অসামান্য অবদান রাখায় কৃতজ্ঞও।’

রাঁচির মতো ছোট শহর থেকে উঠে এসে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছেন ধোনি। মোদি চিঠিতে তুলেছেন সেই প্রসঙ্গটা, ‘নতুন ভারতের প্রেরণার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ইমেজ তৈরি করেছেন, যেখানে ভাগ্য গড়তে কোন পরিবার থেকে উঠে আসছেন, তা বাধা হয়ে ওঠে না। আমরা কোথা থেকে এসেছি সেটা ম্যাটার করে না, কোথায় পৌঁছেছি সেটাই মুখ্য। এই প্রেরণা আপনি তরুণদের মধ্যে সঞ্চারিত করেছেন।’

বিজ্ঞাপন

মাঠে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলানোর কারণে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত ধোনি। মোদি লিখেছেন, এই বিষয়টি তরুণদের জন্য অনুকরণীয়, ‘আপনার চুলের স্টাইল কী ছিল, তা মুখ্য নয়। যেকোনো পরিস্থিতিতে আপনার শান্ত থাকা তরুণদের জন্য অনুকরণীয়। কেবল ক্রিকেট ক্যারিয়ার, পরিসংখ্যান, ম্যাচ জেতার হিসাব নিয়ে ধোনিকে মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে একটা বিস্ময় হিসেবে দেখাটাই ঠিক হবে।’

চিঠি পেয়ে মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ধোনি। ভারতীয় ক্রিকেট তারকা লিখেন, ‘একজন শিল্পী, সৈনিক বা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাদের শ্রম আর ত্যাগ নজরে আসছে। মূল্যায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য।’

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে ধোনির দল। তার নেতৃত্বে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।

নরেন্দ্র মোদি ভারতীয় ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর