Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে ছাড়িয়ে রোনালদোর পরেই লেভান্ডোফস্কি


২০ আগস্ট ২০২০ ১৩:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ০৪:৩৩

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সম্মানের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার মুড়িমুড়কির মতো গোল করে যাচ্ছেন রবার্ট লেভান্ডোফস্কি। তবে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বেশি রেকর্ডধারী ক্রিস্টিয়ানো রোনালদোকে এখনও ছুঁতে পারেননি এই পোলিশ স্ট্রাইকার। যদিও আরেক কিংবদন্তী লিওনেল মেসিকে ইতোমধ্যেই এক মৌসুমের সর্বোচ্চ গোলের পরিসংখ্যানে ছাড়িয়ে গেছেন। অপেক্ষা এখনও কেবল ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে দেখা কিংবা তাকে ছাড়িয়ে যাওয়া।

বিজ্ঞাপন

২০১৯/২০ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল পর্যন্ত খেলা ৯ ম্যাচের প্রতিটিতে গোল করেছেন লেভান্ডোফস্কি। কেবল গ্রুপ পর্বে স্পার্সের বিপক্ষে ম্যাচটিতে বেঞ্চে বসে কাটিয়েছিলেন এই পোলিশ স্ট্রাইকার। গ্রুপ পর্বের ৫ ম্যাচে লেভার গোল সংখ্যা ১০টি। আর নকআউট পর্বে সেমিফাইনাল পর্যন্ত করেছেন আরও ৫টি গোল। যার ভেতরে রাউন্ড অব ১৬’তে চেলসির বিপক্ষে আছে ৩ গোল আর কোয়ার্টারে বার্সার বিরুদ্ধে এক গোল এবং সেমিফাইনালে অলিম্পিক লিওঁ’র বিপক্ষে করেছেন এক গোল। সব মিলিয়ে সেমি পর্যন্ত মোট গোল সংখ্যা ১৫টি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৩/১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের ১০ম চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে মোট ১৭টি গোল করেন রোনালদো। আর এরপর ১১তম এবং ১৩তম ইউসিএল জয়ের মৌসুমে করেন যথাক্রমে ১৬ এবং ১৫টি গোল। এদিকে আরেক কিংবদন্তি লিওনেল মেসি ২০১১/১২ মৌসুমে সর্বোচ্চ ১৪টি গোল করেছিলেন।

২০১১/১২ মৌসুমে লিওনেল মেসির করা ১৪ গোলের রেকর্ড কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেই স্পর্শ করেন লেভান্ডোফস্কি। আর সেমিফাইনালে লিওঁ’র বিপক্ষে এক গোল করে মেসিকে ছাড়িয়ে যান লেভান্ডোফস্কি। সে সঙ্গে স্পর্শ করেন রিয়ালের ১২তম চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে রোনালদোর করা ১৫ গোলের রেকর্ড। অর্থাৎ বর্তমানে লেভান্ডোফস্কি এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। আর শীর্ষ দুই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (১৭) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (১৬)।

যদিও রোনালদোকে স্পর্শ করার কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে লেভান্ডোফস্কির সামনে। ফাইনালে পিএসজির বিপক্ষে এক গোল করতে পারলে রোনালদোর সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করবেন তিনি। ফাইনালে জোড়া গোল করলে রোনালদোর সঙ্গে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসাবেন তিনি। আর রোনালদোকে ছাড়িয়ে একাই এই রাজত্বে ভাগ বসাতে হলে করতে হবে হ্যাটট্রিক।

এর আগে যদিও লেভান্ডোফস্কি জানিয়েছিলেন রোনালদোর রেকর্ড নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। তিনি বলেছিলেন, ‘রোনালদোর রেকর্ড নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। দলের জয়ে ভূমিকা রাখায় আমার দায়িত্ব। আর আমি সেটাই করতে চাই।’

এদিকে লেভার সামনে রেকর্ডের হাতছানি দেওয়ার ব্যাপারটি ভাবাচ্ছে না বায়ার্ন কোচ হান্সি ফ্লিককেও। তিনিও চাইছেন অন্যরকম কিছু। শিষ্য যে ব্যক্তিগত রেকর্ডে বেশি মনোযোগী হবে না তেমন বিশ্বাসই রাখলেন বায়ার্ন কোচ, ‘সে এসব নিয়ে ভাববে না। দলের জন্য সে অনেক পরিশ্রম করে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে সে বিশ্বের সেরা সেন্টার ফরোয়ার্ড। আশা করি সে প্যারিসের বিপক্ষেও গোল করবে।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগ এক মৌসুমে সর্বোচ্চ গোল ক্রিস্টিয়ানো রোনালদো রবার্ট লেভান্ডোফস্কি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর