Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা


১৯ আগস্ট ২০২০ ২৩:৩৩

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মালান, পেস অলরাউন্ডার ক্রিস জর্ডান ও লুইস গ্রেগরি।

ইংল্যান্ড-পাকিস্তান এখন টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। দুদলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ২৫ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৮ আগস্ট। ফলে স্বাভাবিকভাবেই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের রাখা হয়নি টি-টোয়েন্টির দলে।

বিজ্ঞাপন

বেন স্টোকস, জস বাটলার, জোফরা আর্চার, জো রুটদের মতো তারকাদের দর্শক হয়েই দেখতে হবে টি-টোয়েন্টি সিরিজটি। পাকিস্তান সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকে সিরিজ খেলবে ইংল্যান্ড। ধারণা করা হচ্ছে বিশ্রাম নিয়ে ওই সিরিজে দলে ফিরতে পারেন স্টোকস, রুটরা।

২৮ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ান মর্গান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি

রিজার্ভ: প্যাট ব্রাউন, লিয়াম লিভিংস্টোন এবং রিস টপলি।

ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড দল ঘোষণা ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর